জল্পনা শেষ! বিশ্বকাপ শুরুর ১৮ দিন আগে আইপিএল ফাইনাল
লোকসভা নির্বাচনের তারিখ নির্ধারিত হয়নি। ফলে একটা জল্পনা ছিল, ২০১৯ আইপিএল হয়তো দেশের বাইরে আয়োজিত হতে পারে। তবে সে সম্ভাবনা আগেই উড়িয়েছে বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ড ইঙ্গিত দিয়েছিল, দেশেই হবে আইপিএল ২০১৯।
৩০ মে থেকে ইংল্যাল্ড-ওয়েলসে শুরু হবে বিশ্বকাপ। বিসিসিআই-এর সংবিধান অনুযায়ী, আইপিএলের শেষ এবং বিশ্বকাপ শুরুর মাঝে অন্তত ১৫ দিনের ব্যবধান রাখতে হবে। যাতে ক্রিকেটাররা বিশ্রামের সময় পান।
ইংল্যান্ডে উড়ে যাওয়ার আগে ক্রিকেটাররা যাতে চোট-আঘাত সারিয়ে তোলার নুন্যতম সময়টুকু পান, সে জন্যই বোর্ডের এমন আইন। আর এবার সেই আইন মেনেই আইপিএল ফাইনালের তারিখ নির্ধারণ করছে বিসিসিআই।
১২ মে আইপিএল ফাইনাল হতে পারে। ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে এখনও তাই খবর। অর্থাত্, আইপিএল ফাইনাল ও বিশ্বকাপ শুরুর আগে ব্যবধান থাকছে ১৮ দিনের।
৫ জুন বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ভারত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলে বিশ্বকাপ অভিযান শুরু করবেন বিরাট কোহলি অ্যান্ড কোং।