IPL 2019: হায়দরাবাদের বিরুদ্ধে সেঞ্চুরি করে নজির গড়লেন সঞ্জু স্যামসন

Sukhendu Sarkar Sat, 30 Mar 2019-12:17 pm,

শুক্রবার হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএল-এ অপরাজিত শতরান করেন রাজস্থানের সঞ্জু স্যামসন। ৫৫ বলে ১০২ রান করেন তিনি (১০টি চার ও ৪টি ছক্কা)।

চতুর্থ ভারতীয় হিসেবে আইপিএলে দুটি বা তার বেশি শতরান করলেন স্যামসন। প্রথমটি ২০১৭ সালে দিল্লির হয়ে পুণের বিরুদ্ধে সেঞ্চুরি করেন সঞ্জু।

বীরেন্দ্র সেওয়াগ : ২০১১ সালে দিল্লির হয়ে ডেকান চার্জার্সের বিরুদ্ধে ১১৯(৫৬) রান করেন। আর ২০১৪ সালে পঞ্জাবের হয়ে চেন্নাইয়ের বিরুদ্ধে আইপিএলে দ্বিতীয় শতরানটি করেন বীরু।

 

মুরলী বিজয়: ২০১০ সালে রাজস্থানের বিরুদ্ধে ১২৭ (৫৬) এবং ২০১২ সালে দিল্লির বিরুদ্ধে ১১৩ (৫৮) আইপিএলে দুটি সেঞ্চুরি করেন চেন্নাইয়ের মুরলী বিজয়।

 বিরাট কোহলি : ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আইপিএল-এ সবচেয়ে বেশি শতরান করেছেন বিরাট কোহলি। ২০১৬ সালে চারটি সেঞ্চুরি করেন বেঙ্গালুরু অধিনায়ক।

আইপিএল-এ সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন ক্যারিবিয়ান সুপারস্টার ক্রিস গেইল। ৬টি সেঞ্চুরি করেছেন 'ইউনিভার্স বস'।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link