IPL 2019: হায়দরাবাদের বিরুদ্ধে সেঞ্চুরি করে নজির গড়লেন সঞ্জু স্যামসন
শুক্রবার হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএল-এ অপরাজিত শতরান করেন রাজস্থানের সঞ্জু স্যামসন। ৫৫ বলে ১০২ রান করেন তিনি (১০টি চার ও ৪টি ছক্কা)।
চতুর্থ ভারতীয় হিসেবে আইপিএলে দুটি বা তার বেশি শতরান করলেন স্যামসন। প্রথমটি ২০১৭ সালে দিল্লির হয়ে পুণের বিরুদ্ধে সেঞ্চুরি করেন সঞ্জু।
বীরেন্দ্র সেওয়াগ : ২০১১ সালে দিল্লির হয়ে ডেকান চার্জার্সের বিরুদ্ধে ১১৯(৫৬) রান করেন। আর ২০১৪ সালে পঞ্জাবের হয়ে চেন্নাইয়ের বিরুদ্ধে আইপিএলে দ্বিতীয় শতরানটি করেন বীরু।
মুরলী বিজয়: ২০১০ সালে রাজস্থানের বিরুদ্ধে ১২৭ (৫৬) এবং ২০১২ সালে দিল্লির বিরুদ্ধে ১১৩ (৫৮) আইপিএলে দুটি সেঞ্চুরি করেন চেন্নাইয়ের মুরলী বিজয়।
বিরাট কোহলি : ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আইপিএল-এ সবচেয়ে বেশি শতরান করেছেন বিরাট কোহলি। ২০১৬ সালে চারটি সেঞ্চুরি করেন বেঙ্গালুরু অধিনায়ক।
আইপিএল-এ সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন ক্যারিবিয়ান সুপারস্টার ক্রিস গেইল। ৬টি সেঞ্চুরি করেছেন 'ইউনিভার্স বস'।