হাঁটু গেড়ে বসে ডান হাত উপরে তুলে `Black Lives Matter` আন্দোলনকে সমর্থন করলেন হার্দিক পান্ডিয়া
নিজস্ব প্রতিবেদন: এবার আইপিএলেও 'Black Lives Matter'। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হাঁটু গেড়ে বসে ডান হাত উপরে তুলে 'Black Lives Matter' আন্দোলনকে সমর্থন করলেন হার্দিক পান্ডিয়া।
রাজস্থান রয়্যালসের বিপক্ষে ২১ বলে অপরাজিত ৬০ রান করেন মুম্বই ইন্ডিয়ান্সের এই ক্রিকেটার।
হাফসেঞ্চুরি করার পরই 'Black Lives Matter' আন্দোলনকে সমর্থন করে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে বিশ্বকে রুখে দাঁড়ানোর বার্তা দেন হার্দিক পান্ডিয়া।
নিজের ইনস্টাগ্রাম পেজে সেই ছবি পোস্ট করেন এই অলরাউন্ডার।
কোভিড পরিস্থিতি কাটিয়ে নিউ নর্মালে ক্রিকেট শুরুর প্রথম দিনও 'Black lives matter' দেখেছিল ক্রিকেটবিশ্ব। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্টে সেই দৃশ্য দেখা গিয়েছিল। গত মে মাসে আফ্রো-আমেরিকান জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের পরই 'Black Lives Matter' আন্দোলন শুরু হয়। কালো চামড়ার মানুষদের উপর অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এই আন্দোলন শুরু হয় সারা বিশ্ব জুড়ে।