আরবে আইপিএল! চারবার করে কোভিড টেস্ট, মানতে হবে কঠোর নিয়ম
করোনা উদ্বেগের মধ্যেই সংযুক্ত আরব আমিরশাহিতে হবে এ বছরের আইপিএল! যদিও বিবিসিআই এখনও কেন্দ্র সরকারের অনুমোদনের অপেক্ষায়।
আরবে আইপিএল হবে, তা বলে পরিস্থিতি একেবারেই ঝুঁকিহীন নয়। টুর্নামেন্ট চলাকালীন ক্রিকেটারদের সুরক্ষা নিশ্চিত করতে যে যে নিয়ম চালু হবে দেখে নিন এক নজরে...
কোয়ারেন্টিন প্রোটোকল: দুবাই সহ সংযুক্ত আরব আমিরশাহিতে যা পরিস্থিতি তাতে কোন কোভিড-19 নেগেটিভ ব্যক্তি ওই দেশে গেলে তাঁর কোয়ারেন্টিনে থাকার কোনও প্রয়োজন নেই । আইপিএলে খেলতে যাওয়া ক্রিকেটারদের ক্ষেত্রেও একই নিয়ম থাকছে।
কোভিড-19 পরীক্ষা: আইপিএল শুরুর আগে ক্রিকেটারদের চারবার করে কোভিড-19 টেস্ট করা হবে। ভারতের দু'বার হবে এই টেস্ট। আর বাকি দু'টি টেস্ট হবে সংযুক্ত আরব আমিরশাহিতে।
বায়ো-সিকিওর-বাবল : ক্রিকেটারদের করোনা সংক্রমণ থেকে বাঁচাতে তৈরি হবে বায়ো-সিকিওর-বাবল। স্যানিটাইজ করা সেই পরিবেশ থেকে ক্রিকেটাররা বেরোতে পারবেন না। আবার বাইরের কেউ ক্রিকেটারদের সেই সুরক্ষিত বলয়ে ঢুকতে পারবেন না। মূলত ক্রিকেটারদের আইসোলেটেড রাখতেই এমন ব্যবস্থা করা হচ্ছে। প্রতিটি আইপিএল ফ্র্যাঞ্চাইজি দলের ক্রিকেটারদের জন্য বায়ো-সিকিওর-বাবল তৈরি করা হবে।
DXB অ্যাপ: যে সকল ক্রিকেটার আইপিএল খেলতে আরবে পৌঁছাবেন, তাঁদের মোবাইলে বাধ্যতামূলকভাবে বিশেষ ডিএক্সবি অ্যাপ ইনস্টল করতে হবে। ভারতের আরোগ্য সেতুর মতোই এই অ্যাপে করোনা ভাইরাসের হাত থেকে বাঁচার নিয়ম ও বিধির কথা উল্লেখ থাকবে।
যাতায়াত এবং থাকার ব্যবস্থা: ক্রিকেটারদের আমিরশাহি যাওয়ার বিমান ভাড়া বিসিসিআই দেবে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে, তবে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোকে নিজেদের উদ্যোগে ক্রিকেটারদের জন্য দুবাইতে হোটেল বুকিং করতে হবে।
ড্রেসিং-রুম প্রোটোকল: কোন দলের ড্রেসিংরুমে সর্বাধিক ১৫ জন ক্রিকেটার থাকতে পারবে বলে জানানো হয়েছে।
আগামী ১৯ সেপ্টেম্বর কিংবা ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবারের আইপিএল। তবে ফাইনাল হতে পারে ১০ নভেম্বর।
২ অগাস্ট আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।