দর্শকশূন্য নয়, মাঠে বসে IPL দেখার সুযোগ পাবেন ক্রিকেটপ্রেমীরা!
করোনা উদ্বেগের মধ্যেই সংযুক্ত আরব আমিরশাহিতে হবে এ বছরের আইপিএল! যদিও বিবিসিআই এখনও কেন্দ্র সরকারের অনুমোদনের অপেক্ষায়।
দর্শকশূন্য নয়, আইপিএল-এ মাঠে বসে খেলা দেখার সুযোগ পেতে পারেন ক্রিকেটপ্রেমীরা।
সংযুক্ত আরব আমিরশাহি সরকার অনুমোদন দিলে এমিরেটস ক্রিকেট বোর্ড ৩০ থেকে ৫০ শতাংশ স্টেডিয়াম দর্শক দিয়ে পূরণ করতে আগ্রহী। এমিরেটস ক্রিকেট বোর্ডের সচিব মুবাসির উসমানি সংবাদসংস্থা পিটিআই-কে এমনটাই জানিয়েছেন।
উসমানি আরও জানান, বিসিসিআই-এর কাছ থেকে আইপিএল আয়োজন নিয়ে ভারত সরকারের সবুজ সংকেত পেলেই গোটা বিষয়টা নিয়ে আমরা সরকারের কাছে প্রস্তাব দেব। আমাদের সরকারের অনুমোদনের বিষয়ে আমরা আশাবাদী।
আগামী ১৯ সেপ্টেম্বর কিংবা ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবারের আইপিএল। তবে ফাইনাল হতে পারে ১০ নভেম্বর। ২ অগাস্ট আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।