IPL 2021: দুবাইয়ে পৌঁছে প্রথম অনুশীলনে নামল KKR, দেখুন ছবিতে

Sat, 04 Sep 2021-3:25 pm,

নিজস্ব প্রতিবেদন: আইপিএলের অর্ধসমাপ্ত অংশ (IPL 2021) শুরু হতে আর বেশি দিন বাকি নেই। ১৯ সেপ্টেম্বর প্রথম ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও মুম্বই। তার আগে দুবাইতে (Dubai) প্রস্তুতি চলছে জোরকদমে। সিজনের প্রথম ট্রেনিং সেশনে মাঠে নামল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। 

 ইতিমধ্যেই বেশিরভাগ দলই সেখানে পৌঁছে গিয়েছে। বেশকিছু টিম বাধ্যতামূলক ৬ দিনের কোয়ারেন্টিন কাটিয়ে উঠেছে তো কোনও টিম এখনও কোয়ারেন্টিন পর্যায় অতিবাহিত করছে।

দুবাইতে সবশেষে এসে পৌঁছেছে রাজস্থান রয়্যালস। 

৩ অগাস্ট দুবাইতে প্রথম পৌঁছয় মুম্বই ইন্ডিয়ানস ও চেন্নাই সুপার কিংস। 

গ্র্যান্ড ক্যানালের দ্য রিট্জ- কার্লটন আবু ধাবিতে রয়েছেন কেকেআরের প্লেয়াররা। 

কেকেআরের ফুল স্কোয়াডে রয়েছেন ইয়ন মরগ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক, শুভমন গিল, নীতীশ রানা, টিম সিফার্ট, রিঙ্কু সিং, অ্যান্ড্রু রাসেল, সুনীল নারিন, কুলদীপ যাদব, হরভজন সিং, শাকিব-আল হাসানসহ আরও ১৪ জন।

যদিও কেকেআরের বিদেশি প্লেয়াররা সরাসরিই দুবাই পৌঁছেছেন।

 দুবাই, আবু ধাবি ও শারজা এই তিন শহরে হবে আইপিএলের বাকি ম্যাচ। 

৭ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আইপিএলে সাত নম্বরে রয়েছে শাহরুখ খান-জুহি চাওলার দল। 

প্লে অফে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে হলে বাকি ৭ ম্যাচের মধ্যে অন্তত ৫টি জিততেই হবে। সব মিলিয়ে, মরুদেশে ভাগ্যবদলের অপেক্ষায় নাইট শিবির।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link