IPL 2022: অধিনায়ক, ব্যাটার থেকে উইকেট কিপার, ছবিতে দেখুন Mahendra Singh Dhoni` একাধিক রেকর্ড

Sabyasachi Bagchi Sat, 26 Mar 2022-3:29 pm,

২০০৮ সাল প্রথম আইপিএল থেকেই ধোনি চেন্নাই সুপার কিংসের দায়িত্বে রয়েছেন। মাঝে দুই বছর সিএসকে নির্বাসিত ছিল। সেই দুই বছর বাদ দিলেও, এক দশকেরও বেশি সময় ধরে সিএসকের অধিনায়কত্ব করেছেন ধোনি। একটানা এক দলের অধিনায়কত্ব করার এটা অন্যন্য রেকর্ড। 

চেন্নাই সুপার কিংসের হয়ে ১২টি মরসুম অধিনায়কত্ব করেছেন এমএস ধোনি। মাঝে দুই মরসুম খেলেছেন রাইজিং পুনে সুপার জায়েন্টের হয়ে। এরমধ্যে প্রথম বছর দলের অধিনায়ক ছিলেন তিনি। ফলে আইপিএল-এ অধিনায়ক হিসাবে সর্বাধিক ম্যাচ খেলেছেন ধোনি। তিনি চেন্নাই সুপার কিংসকে ২০০-র বেশি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। 

একমাত্র অধিনায়ক হিসেবে আইপিএল-এ ১০০ ম্যাচ জিতেছেন ধোনি। এরমধ্যে ধোনির নেতৃত্বে চারবার আইপিএল খেতাব জিতেছে চেন্নাই সুপার কিংস। তাদের থেকেও একবার বেশি চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তা সত্ত্বেও একমাত্র অধিনায়ক হিসেবে টুর্নামেন্টে ১০০ ম্যাচ জয়ের রেকর্ড রয়েছে ধোনির পকেটেই রয়েছে। 

 

অধিনায়ক হিসেবে যেহেতু একশো ম্যাচে জয়ের রেকর্ড রয়েছে এমএস ধোনির দখলে। ঠিক সঙ্গতভাবেই আইপিএলে ইতিহাসে সবচেয়ে বেশি জয়ও রয়েছে তাঁর ঝুলিতে। 

 

মুম্বই ইন্ডিয়ান্স দল পাঁচবার আইপিএল জিতেছে। চেন্নাই সুপার কিংস আইপিএল জিতেছে চারবার। কিন্তু অধিনায়ক হিসেবে একশোর বেশি ম্যাচ জয় বা অধিনায়ক হিসেবে সর্বাধিক ম্যাচ জয় ছাড়াও, মোট জয়ের শতকরা হিসেবে করলেও সেই রেকর্ডও রয়েছে ধোনির দখলে। 

আইপিএল-এ চ্যাম্পিয়নশিপের নিরিখ মুম্বইয়ের থেকে একবার পিছিয়ে থাকলেও সবথেকে বেশিবার ফাইনাল ও প্লে অফে খেলার রেকর্ড রয়েছে ধোনির অধিনায়কত্বে চেন্নাই সুপার কিংসের দখলে। এখনও পর্যন্ত সিএসকে-কে সর্বাধিক ১১ বার প্লে-অফে তুলেছেন ধোনি। 

শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয়, আইপিএলের ইতিহাসেও অন্যতম সেরা ফিনিশার ধোনি। চারবার দলকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি ব্যাট হাতেও উপহার দিয়েছেন অসংখ্য চোখ ধাঁধানো ইনিংস। এখনও পর্যন্ত ২২০ ম্যাচে ৪৭৪৬ রান করে আইপিএল-এ সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকার আট নম্বরে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। 

আইপিএল-এ সর্বাধিক ছয় মারার তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ধোনি। তিনি এখনও পর্যন্ত ২২০ টি আইপিএল ম্যাচে ২১৯টি ছয় মেরেছেন। এই মরসুমে সেই সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। 

ধোনিকে বলা হয় বিশ্বের অন্যতম সেরা ফিনিশার বলা হয়। একার হাতে ভারত ও চেন্নাই সুপার কিংসকে একাধিক ম্যাচ জিতিয়েছেন মাহি। সেই তিনিই আইপিএলের সবকটি ম্যাচ মিলিয়ে ২০তম ওভারে ৫৬৪ রান করেছেন। এটাও অনন্য রেকর্ড। 

 

শুধু ব্যাটার বা অধিনায়ক হিসেবে নয়। উইকেটকিপার হিসেবেও নজির রয়েছে ধোনির। উইকেটকিপার হিসেবে সবচেয়ে বেশিবার ব্যাটারকে আউট করেছেন। ৯৪টি ক্যাচ ও ৩৮টি স্ট্যাম্প সহ উইকেটকিপার হিসেবে মোট ১৩২ বার ব্যাটারকে সাজঘরে ফিরিয়েছেন ধোনি। আইপিএলের ইতিহাসে এটা রেকর্ড।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link