IPL 2022 Mega Auction: দেখে নিন নিলামে ১০ দলের বাজেট, ধরে রাখা ক্রিকেটারদের তালিকা

Subhapam Saha Wed, 26 Jan 2022-4:53 pm,

নিজস্ব প্রতিবেদন: এবার আইপিএলের (IPL 2022) ১৫তম সংস্করণ দেখবে ১০ দলের লড়াই। সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka) আরপিএসজি (RPSG) গ্রুপ ও  বিদেশি কোম্পানি সিভিসি ক্যাপিটাল (CVC Capital) যুক্ত হয়েছে এবারণ আরপিএসজি লখনউ ও সিভিসি ক্যাপিটাল আহমেদাবাদ শহরের ফ্র্যাঞ্চাইজি নিয়েছে। ১২ ও ১৩ ফেব্রুয়ারি হবে আইপিএলের মেগা নিলাম। দু'দিন ধরে বেঙ্গালুরুতে চলবে অনুষ্ঠান। দেখে নিন নিলামে ১০ দলের হতে কত বাজেট রয়েছে। জেনে নিন 'রিটেইনড' (ধরে রাখা ক্রিকেটার) প্লেয়ারদের তালিকা।

পঞ্জাব কিংস 

ধরে রাখা ক্রিকেটাররা: ময়ঙ্ক আগরওয়াল (১২ কোটি টাকা), অর্শদীপ সিং (৪ কোটি টাকা)

হাতে আছে: ৭২ কোটি টাকা

 

সানরাইজার্স হায়দরাবাদ

ধরে রাখা ক্রিকেটাররা: কেন উইলিয়ামসন (১৪ কোটি টাকা), আবদুল সামাদ (৪ কোটি টাকা) ও উমরান মালিক (৪ কোটি টাকা)

হাতে আছে: ৬৮ কোটি টাকা

 

রাজস্থান রয়্যালস 

ধরে রাখা ক্রিকেটাররা: সঞ্জু স্যামসন (১৪ কোটি টাকা), জস বাটলার (১০ কোটি টাকা) ও যশস্বী জয়সওয়াল (৪ কোটি টাকা) 

হাতে আছে: ৬২ কোটি টাকা

 

লখনউ সুপার জায়ান্টস

ড্রাফটে নিয়েছে: কেএল রাহুল (১৭ কোটি টাকা), মার্কাস স্টোইনিস (৯.২ কোটি টাকা) ও রবি বিষ্ণোই (৪ কোটি টাকা)

হাতে আছে: ৫৯ কোটি টাকা

 

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

ধরে রাখা ক্রিকেটাররা: বিরাট কোহলি (১৫ কোটি টাকা), গ্লেন ম্যাক্সওয়েল (১১ কোটি টাকা) ও মহম্মদ সিরাজ (৭ কোটি টাকা)

হাতে আছে: ৫৭ কোটি টাকা

 

আহমেদাবাদ দল

ড্রাফটে নিয়েছে: হার্দিক পাণ্ডিয়া (১৫ কোটি টাকা), রশিদ খান (১৫ কোটি টাকা) ও শুভমান গিল (৮ কোটি টাকা)

হাতে আছে: ৫২ কোটি টাকা  

 

চেন্নাই সুপার কিংস

ধরে রাখা ক্রিকেটাররা: রবীন্দ্র জাদেজা (১৬ কোটি), মহেন্দ্র সিং ধোনি (১২ কোটি), মইন আলি (৮ কোটি) ও রুতুরাজ গায়কোয়াড় (৬ কোটি)

হাতে আছে: ৪৮ কোটি টাকা

কলকাতা নাইট রাইডার্স

ধরে রাখা ক্রিকেটাররা: আন্দ্রে রাসেল (১২ কোটি), বরুণ চক্রবর্তী (৮ কোটি), ভেঙ্কটেশ আইয়ার (৮ কোটি) ও সুনীল নারিন (৬ কোটি)

হাতে আছে: ৪৮ কোটি টাকা

 

মুম্বই ইন্ডিয়ান্স

ধরে রাখা ক্রিকেটাররা: রোহিত শর্মা (১৬ কোটি), জসপ্রীত বুমরাহ (১২ কোটি), সূর্যকুমার যাদব (৮ কোটি) ও কায়রন পোলার্ড (৬ কোটি)

হাতে আছে: ৪৮ কোটি টাকা

 

দিল্লি ক্যাপিটালস 

ধরে রাখা ক্রিকেটাররা: ঋষভ পন্থ (১৬ কোটি), অক্ষর প্যাটেল (১২ কোটি), পৃথ্বী শ (৭.৫০ কোটি) ও অ্য়ানরিচ নোকিয়া (৬.৫০ কোটি) 

হাতে আছে ৪৭.৫ কোটি টাকা

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link