IPL Auction 2023: সামনেই প্লেয়ার কেনাবেচা, ১০ ফ্র্যাঞ্চাইজির পকেটে কত টাকা? ছবিতে দেখে নিন

Sabyasachi Bagchi Mon, 14 Nov 2022-2:20 pm,

গতবারের নিলামের শেষে কেকেআর-এর হাতে রয়েছে ৪৫ লক্ষ।এবার সঙ্গে আরও ৫ কোটি টাকা নিয়ে নামবে শ্রেয়স আইয়ারের দল। অর্থাৎ কেকেআর-এর প্রায় ৫.৪৫ কোটি টাকা নিয়ে নিলাম টেবলে বসবে। 

 

আবির্ভাবেই চ্যাম্পিয়ন হয়ে সবাইকে চমকে দিয়েছিল হার্দিক পান্ডিয়ার দল। গতবারের নিলামের পরে গুজরাতের হাতে রয়েছে ১৫ লক্ষ টাকা। এবার নিলাম টেবলে বসছে মোট ৫.১৫ কোটি টাকা নিয়ে। 

সঞ্জু স্যামসনের নেতৃত্বে গত বছর ফাইনালে গিয়েছিল রাজস্থান। তবে ট্রফি অধরাই থেকে গিয়েছিল। গত আইপিএল নিলামের শেষে হাতে রয়েছে রাজস্থানের হাতে রয়েছে ৯৫ লাখ টাকা। এবার ৫.৯৫ কোটি টাকা নিয়ে নিলামে নামতে পারবে এই ফ্র্যাঞ্চাইজি। 

 

গতবারের নিলামের শেষে মহেন্দ্র সিং ধোনির হাতে রয়েছে ২.৯৫ কোটি টাকা। আরও পাঁচ কোটি টাকা নিয়ে নিলামে নামতে পারবে চেন্নাই। অর্থাৎ ৭.৯৫ কোটি টাকা হাতে নিয়ে নিলামে নামতে চলেছে সিএসকে। 

 

ফাফ ডু প্লেসিস-এর দলের হাতে রয়েছে ১.৫৫ কোটি টাকা। আরও পাঁচ কোটি টাকা নিয়ে প্লেয়ার কিনতে নামবে প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির দল। অর্থাৎ নিলামে আরসিবি নামছে ৬.৫৫ কোটি টাকা নিয়ে।

গত বছর লিগ পর্ব থেকেই বিদায় নিয়েছিল পাঁচবারের আইপিএল জয়ী। এবার ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর রোহিত শর্মার দল। গতবারের নিলামের পরে মুম্বইয়ের হাতে রয়েছে ১০ লক্ষ টাকা। এবার ৫.১০ কোটি টাকা হাতে নিয়ে নিলাম টেবলে বসবে নীতা আম্বানির দল। 

ঋষভ পন্থের দল একেবারেই দাগ কাটতে পারেনি। গতবারের নিলামের শেষে দিল্লির হাতে রয়েছে ১০ লক্ষ। এবার মোট ৫.১০ কোটি টাকা নিয়ে নিলামে নামছে এই ফ্র্যাঞ্চাইজি। 

১৫ বছরের আইপিএল-এ মোটেও ভালো পারফর্ম করতে পারেনি প্রীতি জিন্টার দল। এবার আবার ময়ঙ্ক আগরওয়ালের হাত থেকে অধিনায়কত্ব গিয়েছে শিখর ধাওয়ানের হাতে। গত নিলামের পর পঞ্জাবের হাতে রয়েছে ৩.৪৫ কোটি টাকা। এর সঙ্গে আরও পাঁচ কোটি টাকা নিয়ে নিলামে নামতে পারবে পঞ্জাব। অর্থাৎ নিলামের জন্য পঞ্জাব কিংসের হাতে মোট রয়েছে ৮.৪৫ কোটি টাকা।

প্রথম বছর খেলতে নেমেই কেএল রাহুলের নেতৃত্বে নক আউটে চলে গিয়েছিল লখনউ। গতবার নিলামের পর সঞ্জীব গোয়েঙ্কার দলের হাতে টাকা বেঁচে নেই। এবার ৫ কোটি টাকা নিয়ে নতুন মরসুমের নিলামে নামবে গৌতম গম্ভীরের দল। 

কেন উইলিয়ামসনের দলের হাতে গত বছর নিলামের শেষে ছিল ১০ লক্ষ টাকা। এবার মোট ৫.১০ কোটি টাকা নিয়ে নিলাম টেবলে বসবে এই ফ্র্যাঞ্চাইজি। 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link