বিয়ে করে ফেললেন আইপিএলের `ছোটা স্টার`
আইপিএল শুরু হতে আর মাত্র কয়েক দিন। তার আগে বিয়ে সেরে ফেললেন আইপিএলের ছোটা স্টার সঞ্জু স্যামসন। প্রেমিকা চারুলতার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন তিনি।
কলেজ জীবন থেকেই দুই জনের সম্পর্ক। জানা গিয়েছে, ঘরোয়া অনুষ্ঠানে মাত্র ত্রিশজন অতিথি নিমন্ত্রিত ছিলেন।
আইপিএলের ছোটা স্টার সঞ্জু। গত বছর রাজস্থানের হয়ে ৪৪১ রান করেছেন তিনি।
২০১৯ আইপিএলেও রাজস্থানের হয়েই খেলতে দেখা যাবে তাঁকে। আইপিএলে দুরন্ত পারফরম্যান্স তাঁর। রাজস্থান তাই তাঁকে রিটেইন করেছে।
২০১৩ আইপিএলে ২০৬ রান করেছিলেন সঞ্জু। পরের বছর ১৩টি ম্যাচে করেছিলেন ৩৩৯ রান। দেশের হয়ে এখনও পর্যন্ত মাত্র একটি টি-২০ খেলেছেন তিনি। জিম্বাবােয়ের বিরুদ্ধে।