ভারতে নয়, দেশের বাইরেই হবে এবারের IPL!
ভারতে নয়, দেশের বাইরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৩ তম আসর বসার সম্ভাবনা জোরালো হচ্ছে।
চূড়ান্ত ঘোষণার আগে বিসিসিআই টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসি কী সিদ্ধান্ত নেয় সেই অপেক্ষায় রয়েছে।
অস্ট্রেলিয়ায় অক্টোবর-নভেম্বর মাসে টি-২০ বিশ্বকাপ হবে কিনা তা নিয়ে জুলাই মাসে সিদ্ধান্ত জানানোর কথা আইসিসি-র ।
বিসিসিআই-এর এক কর্তা সংবাদসংস্থা IANS-কে জানিয়েছেন, ভারতেই আইপিএল আয়োজন করার কথা ছিল, কিন্তু করোনা ভাইরাসের পর পরিস্থিতি দেখে বোর্ড শেষ পর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহি কিংবা শ্রীলঙ্কায় এই টুর্নামেন্টের আয়োজন করতে পারে।
ওই কর্মকর্তা আরও বলেন, " আইপিএল আয়োজনের এই দৌড়ে আরব আমিরশাহি এবং শ্রীলঙ্কা এগিয়ে। এখন কোথায় লিগের আয়োজন হবে, এটা মহামারীর পরিস্থিতি বিবেচনা করে ঠিক করা হবে। লজিস্টিকের কথাও মাথায় রাখতে হবে।"