IPL2021: মইন আলিই প্রথম নন, এই ক্রিকেটাররাও মদের বিজ্ঞাপন করতে চাননি

Tue, 06 Apr 2021-8:02 pm,

Rashid Khan অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলার সময় অ্যালকোহল ব্র্যান্ড ওয়েস্ট এন্ডের বিজ্ঞাপন করতে চাননি ২০১৭-১৮ মরসুমে

Imad Wasim ২০১৬ সালে জামাইকা টলওয়াহসের হয়ে সিপিএল খেলার সময় রাম প্রস্তুতকারক সংস্থা অ্যাপলটন এস্টেটের লোগো দেওয়া জার্সি পরতে চাননি

Azhar Ali ২০১৯ সালে সমারসেটের হয়ে খেলার সময় বিয়ার প্রস্তুতকারক সংস্থা ট্রিবিউট আলের লোগো দেওয়া জার্সি পরতে চাননি

Faheem Ashraf ২০১৯ সালে নর্দ্যাম্পটনশায়ারের হয়ে খেলার সময় বিয়ার প্রস্তুতকারক সংস্থা ইন্ডিয়ান পেল আলের লোগো দেওয়া জার্সি পরতে চাননি

 

Hashim Amla দক্ষিণ আফ্রিকার জার্সিতে  বিয়ার প্রস্তুতকারক সংস্থা ক্যাসেল লেজারের লোগো দেওয়া জার্সি গায়ে চাপাননি

Virat Kohli ২০১৭ সালে পেপসি ও ফেয়ার অ্যান্ড লাভলির মতো ব্র্যান্ড এনডোর্স করতে চাননি

Sachin Tendulkar তামাকজাত কোম্পানির প্রস্তাব ফিরিয়ে দেন। ৯৬ সালে সেই সংস্থা চেয়েছিল সচিন তাঁর ব্য়াটে কোম্পানির লোগো ব্যবহার করক

Moeen Ali সিএসকে-র জার্সি থেকে মদের বিজ্ঞাপনের লোগো সরানোর আর্জি জানান তিনি

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link