রূপে টেক্কা দেন নায়িকাদের, সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ আসলে এক IPS

Tue, 02 Mar 2021-2:20 pm,

নিজস্ব প্রতিবেদন: একঝলকে তিনি রূপবতী, কিন্তু তার থেকেও বড় বিষয় তিনি একজন রক্ষক। ইনি IPS অফিসার নভজৎ সিমি। 

পড়াশোনার তরোয়ালে রয়েছে শান। অঙ্কের কঠিন সমস্যা সমাধানে তিনি নাকি সিদ্ধহস্ত। তুখোড় বুদ্ধি আর ঈর্ষণীয় জ্ঞানের সামনে স্তব্ধ অনেকে।  

যখনও পর্যন্ত তাঁর গুণ প্রকাশ্যে আসেনি তাঁর রূপে সোশ্যাল মিডিয়ার একাংশ সুন্দরি বা টিকটক গার্ল বা  কোনও ফিল্ম স্টারের তকমা দিয়েছিল। 

তিনি এখন বিহারের আই পি এস অফিসার। ২০২০ সালে পরীক্ষা উত্তীর্ণ করেছেন। 

ছোট থেকে সরকারের উচ্চ পদস্ত কর্মচারী হওয়ার একটা বিরাট ইচ্ছা ছিল তাঁর। নভজৎ পাঞ্জাবের বাসিন্দা। 

 লুধিয়ানার বাবা যশবন্ত সিংহ ডেন্টাল কলেজ থেকে স্নাতক হন।

এরপর পিসিএস (পঞ্জাব সিভিল সার্ভিস) অফিসার হিসাবে যোগ দিয়েছিলেন। 

তারপর আইপিএস হওয়ার জন্য পরীক্ষা দেন। যার জন্য নয়া দিল্লিতে এসে টটিউশন নিতে শুরু করেছিলেন তনি। 

এখন নভজৎ পাটনায় কর্মরত। সম্প্রতি বিহারের মুখ্যমন্ত্রীর রক্ষায় গাড়িতে তাঁকে দেখা গিয়েছে।

তিনি এখন বিয়ে করতে চলেছেন। যে খবর সামনে আসা মাত্রই অনেক পুরুষ মানুষ দুঃখ পেয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবিতে কমেন্ট করতে দেখা গিয়েছে বেশ কিছুজনকে।  

জানা গিয়েছে, নভজৎ যাঁকে বিয়ে  করতে চলেছেন পশ্চিমবঙ্গে কর্মরত আইএএস অফিসার। উলুবেড়িয়াতে পোস্টিং রয়েছে তাঁর।   

নভজৎ তাঁর অফিসে এসে রেজিস্ট্রি সেরে যান। কিন্তু এখনও ধুমধাম করে বিয়ে করার সুযোগ হয়নি। 

নভজৎ একটি ছবিতে জানিয়েছিলেন, তিনি ডিসিপ্লিন পছন্দ করেন। এবং সেখান থেকেই স্বাধীনতা খুঁজে নেন।  

সম্প্রতি গোয়া ঘুরতে গিয়েছিলেন তারা। যার ছবিও শেয়ার করেছেন নভজৎ। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link