ভ্রমণপ্রিয় বাঙালির জন্য় সুখবর! পুজোর সময় থেকে শুরু হচ্ছে IRCTC ট্যুর, জেনে নিন নয়া নিয়মকানুন
নিজস্ব প্রতিবেদন : করোনার জেরে লকডাউনে মার্চ মাস থেকে ঘরবন্দি আপামত দেশবাসী। গণপরিবহন থেকে ট্যুর বুকিং বন্ধ ছিল সব।
অবশেষে ফের ট্যুর শুরু করতে চলেছে IRCTC। পুজো থেকে ট্যুরিজম শুরু করতে চায় IRCTC।
তবে করোনা পরিস্থিতিতে ইচ্ছুক পর্যটকদের জন্য IRCTC বেশকিছু নিয়মকানুন, বিধিনিষেধও আরোপ করতে চলেছে ।
IRCTC অধিকর্তা দেবাশিস চন্দ্র জানিয়েছেন, ট্যুরে যাওয়ার আগে প্রত্যেক যাত্রীকে কোভিড সংক্রমণ নেই, এই ছাড়পত্র জমা দিতে হবে।
পাশাপাশি ৬৫ বছরের উপরে যাঁদের বয়স বা যাঁরা গর্ভবতী তাঁরা ট্যুরে যেতে পারবেন না।
এখন থেকে ট্যুরের প্ল্যানিংও হবে আলাদা। ৫ থেকে ৬ জনের ছোট ছোট গ্রুপ নিয়ে হবে ট্যুর।
দেবাশিস বাবু জানান, মূলত উত্তর-পূর্বের বিভিন্ন রাজ্য এবং ট্রেকিং এলাকায় ট্যুরের প্ল্যান করা হচ্ছে মূলত।