নাম না করেই পাকিস্তানের রজ্জাককে ধুয়ে দিলেন ভারতের পাঠান

Fri, 06 Dec 2019-5:50 pm,

প্রথমে জসপ্রিত বুমরা। তার পর বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকাকে নিয়ে মন্তব্য করেছিলেন পাকিস্তানেরপ প্রাক্তন ক্রিকেটার আব্দুর রজ্জাক। বুমরাকে তিনি বাচ্চা বলেছিলেন। আরও বলেছিলেন, তিনি এখন খেললে বুমরার মতো বোলারকে শাসন করে দিতেন! 

বিরাট সম্পর্কে তাঁর বক্তব্য ছিল, কোহলি ভাল ব্যাটসম্যান। তবে সচিন তেণ্ডুলকরের মতো ক্লাস বিরাটের নেই। পাকিস্তানের সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে কথাগুলো বলেছিলেন রজ্জাক। 

এর আগে পাকিস্তানের প্রাক্তন তারকা জাভেদ মিঁয়াদাদ বলেছিলেন, ''ইরফানের মতো ক্রিকেটার আমাদের দেশের অলিগলিতে রয়েছে।'' ২০০৫-০৬ মরশুমে ভারতীয় দল পাকিস্তানে খেলতে গিয়েছিল। সেই সময় এক সাক্ষাত্কারে মিয়াঁদাদ এই কথাগুলো বলেছিলেন। এর পর করাচি টেস্টে হ্যাটট্রিক করে মিয়াঁদাদের মুখে তালা ঝুলিয়ে দিয়েছিলেন পাঠান। 

সেই পুরনো কথা আবার তুলে আনলেন পাঠান। এবার রজ্জাকের নাম করলেন না। কিন্তু বললেন, ''পাঠানের মতো বোলার আমাদের অলিগলিতে রয়েছে। তবে যতবার এই গলির বোলার ওদের বিরুদ্ধে খেলেছে ওদের উইকেট উড়িয়ে দিয়েছে। সমর্থকদের অনুরোধ, ওদের কথায় অহেতুক কান দেবেন না।''

“Irfan jese bowlers hamari gali gali mein paae jate hay” par jab jab ye galli bowler inke samne khela har baar inki gilliyan nikal ke rakh di. Request to all fans not to pay any heat to those unnecessary over the top statements. Just read and .... #bumrah #ViratKohli

— Irfan Pathan (@IrfanPathan) December 5, 2019

সেবার করাচি টেস্টে প্রথম ওভারেই সলমন বাট, ইউনিস খান ও মহম্মদ ইউসুফকে ড্রেসিংরুমে ফিরিয়েছিলেন পাঠান। ভারত-পাকিস্তান ক্রিকেটের কথা উঠলেই সমর্থকরা এখনও পাঠানের সেই ওভারের কথা মনে করেন। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link