যমজ কন্যার প্রথম ছবি প্রকাশ্যে আনলেন মণিপুরের লৌহ মানবী
তাঁকে মণিপুরের লৌহ মানবী বলা হয়। টানা ১৬ বছর অনশন করে এই খেতাব অর্জন করেছেন মানবাধিকার কর্মী ইরম শর্মিলা চানু।
মণিপুরে আফস্পা (আর্মড ফোর্স স্পেশাল পাওয়ারস অ্যাক্ট) তুলে নেওয়ার দাবিতে অনশন করেন তিনি। ২০১৬ সালে ৯ অগস্ট বিশ্বের দীর্ঘতম এই অনশন প্রত্যাহার করেন।
পরের বছরেই বিয়ে করেন তাঁর ব্রিটিশ বন্ধু ডেসমন্ড কৌটিনহোকে।
চেয়েছিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী হতে। ক্ষমতায় এসে আফস্পা তুলে দেওয়ার বার্তাও দিয়েছিলেন তিনি। এর জন্য তৈরি করেন পিপলস রিসার্জেন্স অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্স (পিআরজেএ) নামে এক রাজনৈতিক দলও তৈরি করেন।
মণিপুরের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী ওকরাম আইববি সিংয়ের বিপক্ষে লড়লে দুর্ভাগ্যবশত মাত্র ৯০টি ভোট পেয়েছিলেন। এরপরই তিনি সিদ্ধান্ত রাজনীতি থেকে অবসর নেবেন।
দক্ষিণে গিয়ে সংসার করবেন। এর দু’বছর পর ‘বিশ্ব মাতৃত্ব দিবসে’ যমজ সন্তানের জন্ম দেন তিনি। হয়ত কাকতালীয়, কিন্তু তাঁর দীর্ঘ লড়াইয়ে মাতৃত্ব দিবসে মা হওয়ার আনন্দ অন্য মাত্রা এনে দিয়েছে।
রবিবার বেঙ্গালুরুর একটি হাসপাতালে দুই কন্যার সন্তানের জন্ম দেন শর্মিলা। সকাল ৯ টা ২১ নাগাদ এক মিনিটের ব্যবধানে দুই শিশু ভূমিষ্ঠ হয়। দুই নবজাতকের সেই ছবি আজ প্রকাশ্যে নিয়ে এলেন শর্মিলা ও ডেসমন্ড।