প্রতিটা দিনই দিচ্ছে মৃত্যুর হাতছানি! জীবন-মৃত্যুর টানাপোড়েনে আবেগপ্লুত ইরফান খান
নিউরো এন্ড্রক্রাইন টিউমারে আক্রান্ত ইরফান খান,যাকে 'বিরল রোগ' বলেই উল্লেখ করেন বলিউড অভিনেতা
বেশ কিছুদিন ধরেই লন্ডনেই চলছে ইরফান খানের চিকিত্সা
জীবন নিয়ে কোনও পরিকল্পনাও এখন আর করছেন না বলে জানিয়েছেন ইরফান খান
জীবনের কোনও নিশ্চয়তা নেই, তাই এখন আর কোনও স্ক্রিপ্টও দেখছেন না বলে জানিয়েছেন ইরফান খান
জীবনে অনেক কিছু পেয়েছি, জীবন আমায় অনেক কিছু দিয়েছে, তাই জীবনের কাছে আর কিছু চাওয়ার নেই বলেও মন্তব্য করেন ইরফান খান
জীবনের কোনও নিশ্চয়তা নেই, এমনও মন্তব্য করেন ইরফান
যে অসুখ হয়েছে, তাতে আমি আর কয়েকদিনের মধ্যেই চলে যেতে পার কিংবা কয়েক মাসের মধ্যে কিংবা বছর দু'য়েকের মধ্যেও নিভে যেতে পারে জীবন প্রদীপ, বলেন ইরফান
৬টি কেমোথেরাপি হয়ে গেলে, তবেই চিকিত্সকরা তাঁর স্বাস্থ্যের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানাতে পারবেন বলে জানিয়েছেন ইরফান
ইতিমধ্যেই ইরফান খানের ৪টি কেমোথেরাপি নেওয়া হয়ে গিয়েছে। ৬টি কেমোথেরাপি নিতে হবে। তারপরই আবার তাঁকে স্ক্যান করানো হবে বলে জানিয়েছেন অভিনেতা
চিকিত্সার জন্য লন্ডনে রয়েছেন ইরফান খান