টেনিস তারকা Leander Paes-র প্রেমে হাবুডুবু খাচ্ছেন Yuvraj Singh-র প্রাক্তন Kim!

Thu, 15 Jul 2021-6:55 pm,

টেনিস তারকা লিয়েন্ডার পেজের সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী কিম শর্মা? গোয়ার সৈকতে একান্তে ক্যামেরাবন্দি হয়েছেন লিয়েন্ডার-কিম।  আর এরপরই শুরু হয়েছে লিয়েন্ডার পেজ ও 'মোহব্বতে' অভিনেত্রীর প্রেমের গুঞ্জন। 

গোয়ার 'পৌসাদা বাই দ্যা বিচ' নামে একটি রেস্তোরাঁর ইনস্টাগ্রাম পেজ থেকে লিয়েন্ডার ও কিমের ছবি শেয়ার করা হয়েছে। যেখানে অন্তরঙ্গ অবস্থায় ধরা দিয়েছেন তাঁরা। এর আগে বান্দ্রাতেও পাপারাৎজির লেন্সবন্দি হয়েছিলেন কিম ও লিয়েন্ডার। 

যদিও এই সম্পর্কের বিষয়ে লিয়েন্ডার কিংবা কিম কেউই মুখ খোলেননি। জনসমক্ষ থেকে নিজেদের দূরেই রেখেছেন লিয়েন্ডার ও কিম। এর আগে 'হাসিন দিলরুবা' অভিনেতা হর্ষবর্ধন রানের সঙ্গে কিমের ডেট করার কথা শোনা গিয়েছিল। 

শুধু তাই নয়, একসময় যুবরাজ সিংয়ের সঙ্গে কিম শর্মার প্রেমের গুঞ্জনে সরগরম ছিল বি-টাউন। শোনা গিয়েছিল,  কিম-কে নাকি পছন্দ করতেন না যুবরাজের মা। পরে যুবরাজের সঙ্গে তাঁর সম্পর্ক ভেঙে যায়।

 

শুধু অবশ্য যুবরাজ নন, কেরিয়ারের শুরুতে জনপ্রিয় ভিজে ইউদি-র সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন কিম শর্মা। 

 

২০১০ সালে কেনিয়ার বাসিন্দা ব্যবসায়ী আলি পুঞ্জানিকে বিয়েও করেছিলেন কিম। ২০১৭ সালে কিম ও আলি পুঞ্জানির সেই বিয়ে ভেঙে যায়। 

অন্যদিকে ২০১৭ সালে রিয়া পিল্লাই-এর সঙ্গে বিচ্ছেদ হয় টেনিস তারকা লিয়েন্ডার পেজ। তাঁদের এক মেয়েও রয়েছে। তবে রিয়ার সঙ্গে বিচ্ছেদেপ পর লিয়েন্ডার কি এবার তমে কিমের প্রেমে হবুডুবু খাচ্ছেন?

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link