১১ ছক্কা, ১৯ চার, Ishan Kishan দেখালেন ঝড় কাকে বলে! ঘরোয়া ক্রিকেটে হইচই

Sat, 20 Feb 2021-6:39 pm,

Vijay Hazare Trophy-2021-এ হইচই ফেলে দিলেন ঈশান কিষাণ। ক্রিকেট মাঠে ঝড় তোলা কাকে বলে দেখিয়ে দিলেন মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যান।

ইন্দোরের হোলকার স্টেডিয়ামে (Holkar Stadium) মধ্যপ্রদেশ (Madhya Pradesh) ও ঝাড়খণ্ডের (Jharkhand) ম্যাচে সব আলো থাকল ঈশানের উপরই। 

 

ঘরোয়া ক্রিকেটে সব থেকে বেশি ব্যবধানে জয়ের রেকর্ড গড়ল ঝাড়খণ্ড। ৩২৪ রানে মধ্যপ্রদেশকে হারাল ঈশানের দল। ঝাড়খণ্ড করেছিল ৪২২ রান। মধ্যপ্রদেশ মাত্র ৯৮ রানে গুটিয়ে গেল। 

ঈশান কিষাণ এদিন ১১টি ছক্কা ও ১৯টি বাউন্ডারি মারলেন। মাত্র ৯৪ বল খেলে ১৭৩ রান করলেন তিনি। ২৮তম ওভারে তিনি যখন আউট হলেন, তখন ঝাড়খণ্ডের রান ২৪০। অর্থাত্, দলের ভিত তিনি একাই গড়ে দিয়েছিলেন।

মুম্বইয়ের আরেক অলরাউন্ডার অনুকূল রায় ৩৯ বলে ৭২ রান করলেন। ঝাড়খণ্ডের পেসার বরুন অ্যারন ছটি উইকেট নিলেন। ব্য়াট করতে নেমে প্রথম পাঁচ ওভারেই পাঁচ উইকেট হারিয়ে বসে মধ্যপ্রদেশ। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link