ক্রাইস্টচার্চে সিরিজ বাঁচানোর টেস্টে মাইলস্টোনের সামনে ইশান্ত-মায়াঙ্ক!
শনিবার থেকে ক্রাইস্টচার্চে শুরু ভারত-নিউ জিল্যান্ড দ্বিতীয় টেস্ট। ওয়েলিংটনে প্রথম টেস্টে হারের পর ০-১ পিছিয়ে টিম ইন্ডিয়া। দুই টেস্টের সিরিজে ক্রাইস্টচার্চে জিতে সিরিজে সমতা ফেরাতে মরিয়া কোহলির দল।
জেট ল্যাগ কাটতে না কাটতেই ওয়েলিংটনে প্রথম টেস্টে খেলতে নেমে প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন ভারতীয় পেসার ইশান্ত শর্মা। শনিবার থেকে শুরু হতে চলা ক্রাইস্টচার্চ টেস্টে আর তিনটে উইকেট তুলে নিতে পারলেই ৩০০ উইকেটের মাইলস্টোনে পৌঁছে যাবেন ভারতীয় পেসার।
এখন পর্যন্ত ৯৭ টি টেস্ট খেলেছেন ইশান্ত শর্মা। নিয়েছেন ২৯৭টি উইকেট। তবে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলে ৩০০ উইকেট নেওয়ার নজির গড়বেন।
ইশান্তের পাশাপাশি ক্রাইস্টচার্চে মাইলস্টোনের হাতছানি ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগরওয়ালের। আর ৩৬ রান করলেই টেস্টে হাজার রান পূর্ণ করবেন মায়াঙ্ক।
১০টি টেস্টে ১৫ টি ইনিংসে ৯৬৪ রান করেছেন মায়াঙ্ক আগরওয়াল। ক্রাইস্টচার্চে ৩৬ রান করেই দ্বিতীয় দ্রুততম হিসেবে টেস্টে ১০০০ রান করবেন মায়াঙ্ক। ১৪ ইনিংসে ১০০০ রান করেছিলেন বিনোদ কাম্বলি।