ইডেনে চাঁদের হাট, গোলাপি বলে প্রথম উইকেট তুলে নিলেন ইশান্ত শর্মা
টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক মোমিনুল হক। কিন্তু তাঁর সিদ্ধান্ত কার্যকর হল না। ইডেনে প্রথম দিনই তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করেছে বাংলাদেশের ব্যাটিং লাইন-আপ। চার উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ।
ইডেনে ঐতিহাসিক টেস্ট। সচিন তেন্ডুলকর থেকে শুরু করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কে নেই ক্রিকেটের নন্দন কাননে! গোলাপি বলে প্রথম টেস্ট খেলতে নেমেছে ভারত-বাংলাদেশ। সবই আছে। ক্রিকেটটাই শুধু যেন নেই ইডেনে। এই টেস্ট নিয়ে এত উত্সাহ, উদ্দীপনা! কিন্তু সব কিছুতেই যেন জল ঢেলে দিল বাংলাদেশের দুর্বল ব্যাটিং। এখন সবার মনে একটাই প্রশ্ন, টেস্ট তিনদিন গড়াবে তো!
গোলাপি বলে ইডেনে প্রথম উইকেট পেলেন ইশান্ত শর্মা। বাংলাদেশের রান ৫০-ও পেরোয়নি। এখনই চার উইকেট খুইয়ে বসে রয়েছে তারা। উমেশ যাদব পেয়েছেন দুই উইকেট। এক উইকেট শামির।
বাংলাদেশের ওপেনার ইমরুল কায়েস এই ম্যাচেও রান পেলেন না। এদিন ইডেনে ঘন্টা বাজিয়ে খেলার সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে দাঁড়িয়ে তখন হাততালি দিচ্ছিলেন অমিত শাহ পুত্র জয় শাহ। ছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলিও।
গত ম্যাচে দুই ইনিংসে বাংলাদেশের ভরসার মুখ মুশফিকুর রহিম এই ম্যাচে খাতাই খুলতে পারলেন না। বাংলাদেশের অধিনায়ক মোনিনুল হকও আউট হলেন শূন্য রানে। মহম্মদ মিঠুনও খাতা খুলতে পারেননি।