ISL 2021-22: Kiyan Nassiri: ছবিতে দেখুন ডার্বির রঙ সবুজ-মেরুন করে দেওয়া বিস্ময় বালকের সফর

Sun, 30 Jan 2022-3:35 pm,

৬১ মিনিটে দীপক টাংরির বদলি হিসেবে তাঁকে মাঠে নামিয়ে দেন জুয়ান ফেরান্দো। এরপর বাকিটা ইতিহাস।

সিডোয়েলের গোলে এগিয়ে থাকা লাল-হলুদ তখন মাঠে দাপট দেখাচ্ছে। ঠিক এমন সময় সমতা ফেরান কিয়ান।

ডেভিড উইলিয়ামস পেনাল্টি নষ্ট করেছিলেন। তাই শেষ মুহূর্তে ব্যবধান বাড়তেই সবার আগে কিয়ানকে অভিনন্দন জানিয়েছিলেন অজি স্ট্রাইকার।

রেফারি বাঁশি বাজাবেন। ঠিক এমন সময় অরিন্দম ভট্টাচার্য ও বিপক্ষের ডিফেন্সকে বোকা বানিয়ে চোখের নিমেশে হ্যাটট্রিক করে গেলেন কিয়ান।

রেফারি শেষ বাঁশি বাজাতেই ম্যাচের সেরা ফুটবলারের কাছে দৌড়ে চলে যান জুয়ান ফেরান্দো। কারণ তাঁর ‘নাম্বার নাইন’ যে দলের মান বাঁচিয়েছেন।

প্রিয় লাল-হলুদের হয়ে একাধিক ডার্বিতে গোল করেছেন। তবে ছেলে সেই লাল-হলুদের বিরুদ্ধেই হ্যাটট্রিক করে বসলেন। তাই প্রিয় দল হারলেও গর্বিত জামসিদ। কিয়ানের গোলের ভিডিওগুলো ইতিমধ্যেই প্রিয় বন্ধু মজিদ বিসকারকে পাঠিয়ে দিয়েছেন। 

আয়, খোকা আয়। বাবার কাছাকাছি সত্যিই যাওয়ার চেষ্টা শুরু করল ছেলে। ইরানিয়ান জামসিদের ভারতীয় ফুটবলে ১৩৯ গোল। পথ অনেক দূর-তবু ডার্বিতে হ্যাটট্রিক করে অনেকটা এগোলেন কিয়ান। বাবা-ছেলের বহু পুরোনো ছবিটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

দুই বছর আগে কলকাতায় এসে কিয়ানের খেলা দেখেছিলেন। ডার্বি যুদ্ধে ভাইপো হ্যাটট্রিক করেছে সেটা শুনে আত্মহারা আটের দশকের ‘বেতাজ বাদশা’। সিসিএফসি-তে কিয়ানকে একজোড়া বুট উপহার দিয়েছিলেন। সেটাও জানিয়ে দিলেন মজিদ। 

প্রথমে মহনবাগান অ্যাকাডেমি, সেখান থেকে যুব দল। তারপর সিনিয়র দলের হয়ে আই লিগ খেলা। কিবু ভিকুনা এই তরুণকে সুযোগ দিয়েছিলেন। কিয়ানের প্রতিভা ও স্কিলের জন্য স্প্যানিশ কোচের খুব পছন্দ করতেন। সিনিয়র দলে সেই পথচলা শুরু।

আইএসএল-এর ইতিহাসে কিয়ান হলেন সর্ব কনিষ্ঠ স্ট্রাইকার যিনি প্রথম ডার্বি খেলতে নেমেই হ্যাটট্রিক করে ফেলেছেন। এর পাশাপাশি কিয়ান হলেন সবুজ-মেরুন জার্সি গায়ে চাপানো চতুর্থ ফুটবলার যিনি হ্যাটট্রিক করে নজির গড়লেন। তালিকায় অমিয় দেব (১৯৩৩), অসিত গঙ্গোপাধ্যায় (১৯৩৭), চিডি এডের (২০০৯)  প্রাক্তনদের নাম রয়েছে। এ বার সেই তালিকায় নাম লিখিয়ে ফেললেন এই ‘বিস্ময় বালক’।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link