বাহ্ তাজ! মুমতাজ মহলে মুগ্ধ সস্ত্রীক বেঞ্জামিন নেতানিয়াহু
তাজমহল পরিদর্শনে দিল্লি থেকে খেরিয়া বিমানঘাঁটিতে এলেন ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সঙ্গে স্ত্রী সারা। বিমান ঘাঁটিতে তাঁকে স্বাগত জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
আগ্রার হোটেলে কিছুক্ষণ কাটানোর পর গলফ কার্টে চড়ে তাঁরা তাজমহল পরিদর্শনে যান।
স্ত্রী সারার সঙ্গে তাজের সামনে ছবি তুললেন নেতানিয়াহু।
ইজরায়েলি প্রধানমন্ত্রীর জন্য তাজ চত্বর থেকে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয় ঘণ্টা দুয়েক। তাজের সামনে কিছুক্ষণ একান্তে কাটালেন দুজন।