ইসরো নিচ্ছে ইঞ্জিনিয়ার, সত্ত্বর আবেদন করুন

Sun, 06 Jan 2019-7:25 pm,

ভারতের একমাত্র মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোয় শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়া।

ইসরো বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল এবং ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ার নিয়োগ করছে তারা।

বয়স হতে হবে ২০১৯-এর ১৫ জানুয়ারি পর্যন্ত অনূর্ধ্ব ৩৫ বছর।

আবেদন করার সময়সীমা ১৫ জানুয়ারি অবধি।

তফসিলি জাতি ও উপজাতির ক্ষেত্রে ৪০ বছর এবং অনগ্রসর জাতি (ওবিসি) ৩৮ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।

সবক’টি পোস্টই তফসিলি এবং ওবিসি অন্তর্ভুক্ত।

ওই পোস্টগুলিতে বেসিক মাইনে প্রতি মাসে ৫৬,১০০টাকা।

সবিস্তারে জানতে লক্ষ্য রাখুন ইসরোর অফিসিয়াল ওয়েবসাইট- https://www.isro.gov.in/recruitment-of-scientist-engineer-sc-disciplines-of-civil-electrical-ref-air-conditioning-and-0

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link