আয় হয়নি-লাভ নেই, বিপুল সংখ্যায় কর্মী ছাঁটাইয়ের কোপ এবার অ্যাকসেনচারে

Thu, 23 Mar 2023-9:25 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে তথ্যপ্রযুক্তি সংস্থা অ্য়াকসেনচার। বিশ্বজুড়ে ১৯ হাজার কর্মীকে ছাঁটাই করতে চলেছে অ্যাকসেনচার।

২০২৩ অর্থবর্ষের দ্বিতীয় ভাগে সেভাবে আয় বৃদ্ধি না হওয়াতেই কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে অ্যাকসেনচার। কোম্পানির তরফে এমটাই জানা যাচ্ছে।

ইতিমধ্যেই খরচ কমাতে একাধিক সিদ্ধান্ত নিয়েছে অ্যাকসেনচার। সংস্থার বিভিন্ন কাজকে পর্যালোচনা করে স্ট্রিমলাইন করা হচ্ছে। অফিসের জায়গা কীভাবে কমানো যায়, সেই বিষয়েও ভাবনাচিন্তা চলছে। 

প্রসঙ্গত, পরিসংখ্যান বলছে, চলতি বছর এখনও পর্যন্ত ৫০৩টি তথ্যপ্রযুক্তি সংস্থা দেড় লাখ কর্মীকে ছাঁটাই করেছে। শুধুমাত্র জানুয়ারি মাসেই ১ লাখ প্রযুক্তি কর্মী চাকরি হারিয়েছেন। 

আমাজন, মাইক্রোসফট, গুগল, সেলসফোর্স প্রভৃতি সংস্থা ব্যাপকভাবে ছাঁটাই করে। এখন আমাজন আরও ৯০০০, মেটা আরও ১০ হাজার কর্মীকে ছাঁটাই করবে বলে জানা গিয়েছে।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link