ITBP:ইন্দো-তিব্বত বর্ডারে স্বাধীনতা দিবস উদযাপন জওয়ানদের, দেখুন PHOTO
ইন্দো-তিব্বত বর্ডার পুলিস (ITBP) অর্থাৎ জওয়ানরা লাদাখের Pangong Tso-র তীরে স্বাধীনতা দিবস ২০২১ উদযাপনে ব্যস্ত।
ইন্দো-তিব্বত বর্ডার পুলিস (ITBP) অর্থাৎ জওয়ানরা লাদাখের ১৪০০০ থেকে ১৭০০০ ফুট উঁচুতে পতাকা উত্তোলন করলেন।
প্রসঙ্গত, চিনের অতর্কিত হামলায় রক্ত ঝরেছিল ভারতীয় সেনার।
ভারতকে রক্ষা করতে শহীদ হয়েছিলেন ২০ জওয়ান।
এবার ৭৫তম স্বাধীনতা দিবসে তাঁদের সম্মান জানাচ্ছে কেন্দ্র।
২৩ ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ বা আইটিবিপি জওয়ানের হাতে তুলে দেওয়া হবে সাহসিকতার সম্মান।
পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চিনের চোখে চোখ রেখে লড়াই করেছিলেন আইটিবিপির জওয়ানরা।
প্রসঙ্গত, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মোদী বলেন, ''বীরাঙ্গনাদের প্রতি শ্রদ্ধা জানাই। স্বাধীনতা দিবসে সকলকে শ্রদ্ধা। দেশ ভাগের স্মৃতি উস্কে ১৪ অগাস্ট দিনটি Partition Horrors Remembrance Day হিসেবে পালন করা হবে।''
জম্মু-কাশ্মীরেও উদযাপিত হয়েছে স্বাধীনতা দিবস।