ফিরহাদ হাকিমকে ফোন জ্যাকলিনের, তারপর...
কমলিকা সেনগুপ্ত: ফিরহাদ হাকিমকে ফোন করলেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। ফোনালাপে কলকাতায় আসার ইচ্ছাও প্রকাশ করেন বলিউডের অভিনেত্রী।
ছট পুজোর দিন জ্যাকলিন ফোন করেছিলেন রাজ্যের নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমকে।
ফিরহাদ হাকিম কেমন আছেন? ফোনে জানতে চান জ্যাকলিন। কুশল বিনিময়ের পর জ্যাকলিন কলকাতার আসার ইচ্ছাপ্রকাশও করেন।
হঠাত্ কেন ফিরহাদ হাকিমকে ফোন করলেন অভিনেত্রী? সূত্রের খবর, বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ। আলোচনায় উঠে আসে কলকাতার প্রসঙ্গ। তখনই কলকাতায় পূর্বপরিচিত ফিরহাদকে ফোন করেন জ্যাকলিন। অতিসম্প্রতি 'জুড়য়া ২' ছবিতে বরুণ ধবনের বিপরীতে অভিনয় করেছেন জ্যাকলিন।
টলিউডের অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে সখ্যতা রয়েছে অরূপ বিশ্বাসের। তৃণমূলের সভা-সমাবেশে তারকাদের আনার বন্দোবস্তও করেন তৃণমূল বিধায়ক। তৃণমূলের আর এক বিধায়ক সুজিত বসুর পুজোতেও আসেন সেলিব্রিটিরা। কিন্তু ববি হাকিমের সঙ্গে যে বলিউড তারকাদের পরিচিতি থাকতে পারে, তা ভাবনারও অতীত। জ্যাকলিনের ফোন অবশ্য বুঝিয়ে দিল, বলিউড সেলেবদের সঙ্গে সুসম্পর্ক রয়েছে ফিরহাদেরও।