করোনা আবহেই জগদ্ধাত্রীর আরাধনা রিষড়ায়, দেখুন ছবিতে
জগদ্ধাত্রী পুজোর নবমীতে সেজে ওঠে হুগলির গঙ্গাপাড়ের আরও এক শহর রিষড়া।
চন্দননগরে নবমীতেও যখন বিষাদের সুর, তখন কৃষ্ণনগরের মতোই নবমী থেকে উৎসবের ঢাকে কাঠি পরে রিষড়ায়।
গোটা রিষড়া শহরে ছোট-বড় মিলিয়ে প্রায় শতাধিক ছাড়িয়েছে পুজোর সংখ্যা।
ঐতিহ্য মেনে নবমীর দিনই সারা হয় বাকি চার দিনের জগদ্ধাত্রী পুজো।
যদিও করোনা আবহে এবছর বেশকিছু পুজোয় কাটছাঁট হয়েছে। নেই জাঁকজমক, আড়ম্বর। ভীড়ও তুলনামূলক কম।
উল্লেখ্য, প্রতিবছরের মতো রিষড়াতে জগদ্ধাত্রী বিসর্জনের শোভাযাত্রা এই বছর অনুষ্ঠিত করা হবে না বলে জানিয়েছে পুরপ্রশাসন।