Jalpaiguri: দিনভর চলবে টহল, জলপাইগুড়িতে মহিলাদের নিরাপত্তায় নামছে পুলিসের বিশেষ বাহিনী
বাছাই করা মহিলা পুলিসকর্মীদের নিয়ে একটি বিশেষ বাহিনী গড়ছে জলপাইগুড়ি জেলা পুলিস। জলপাইগুড়ি শহর ও পার্শ্ববর্তী এলাকায় মহিলাদের ওপর অত্যাচার, অপরাধ ও ইভটিজিং রুখতেই এই মহিলা পুলিশ বাহিনী গড়ে তোলা হচ্ছে।
ওই বাহিনীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে।
জলপাইগুড়ি জেলা পুলিস সুপার দেবর্ষি দত্তের তত্ত্বাবধানে তৈরি এই বিশেষ বাহিনীতে ৩০ জন মহিলা পুলিসকর্মী রয়েছেন।
শহরের বিভিন্ন প্রান্তে দিনভর স্কুটি নিয়ে টহলদারি করতে দেখা যাবে এই মহিলা পুলিসকর্মীদের।
জলপাইগুড়ি জেলা পুলিস সুপার দেবর্ষি দত্ত বলেন, জলপাইগুড়িতে মহিলাদের ওপর বিভিন্ন রকমের অত্যাচার, অপরাধ ও ইভটিজিং রুখতেই মূলত এই মহিলা পুলিশ বাহিনী গড়ে তোলা হচ্ছে। শহরে টহলদারি করার জন্য তাদের স্কুটি দেওয়া হচ্ছে।
আপাতত শহরেই এই পরিষেবা শুরু করা হচ্ছে। পরে জেলার অন্য়ান্য জায়গাতেও তাদের মেতায়েন করা হবে।