দেড় বছর কার্যত ঘরে বসেই মিলেছে বেতন, সেই টাকায় অ্যাম্বুল্যান্স কিনে দিলেন শিক্ষিকা
ছেলের কথায় উদ্বুদ্ধ হয়ে বেতনের টাকা দিয়ে করোনা রোগীদের জন্য অ্যাম্বুলেন্স কিনে দিলেন জলপাইগুড়ির এক প্রাথমিক স্কুলের শিক্ষিকা কেয়া সেন। ওই অ্যাম্বুল্যান্স তুলে দেওয়া হয় এক স্বেচ্ছাসেবী সংস্থার হাতে।
করোনার কারনে গত প্রায় দেড় বছর ধরে বন্ধ স্কুল। কেয়াদেবীর বক্তব্য, গত দেড় বছর স্কুলে না গিয়ে কার্যত ঘরে বসেই বেতন পেয়েছেন তিনি। সেই টাকায় অ্যাম্বুলেন্স কেনা হয়েছে। করোনা মোকাবিলায় সেটি কাজে লাগবে।
মঙ্গলবার জলপাইগুড়ি জেলাপরিষদ হলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই অ্যাম্বুল্যান্স পরিষেবা চালু করা হয়।
শিক্ষিকা কেয়া সেনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলা প্রশাসনের আধিকারিকরা। এদিন এই অ্যাম্বুলেন্সটি একটি অনুষ্ঠানের মাধ্যমে, ফেনী শহরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন 'শ্রদ্ধা'-র হাতে তুলে দেওয়া হয়।
অনুষ্টানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাপতি উত্তরা বর্মন, সহকারী সভাধিপতি দুলাল দেবনাথ, এসজেডিএ-র চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার পলাশচন্দ ঢালি, পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সন্দীপ মাহাতো প্রমুখ।