Jalpaiguri Weather: বৃষ্টির মধ্যেই তুষারপাত, ফের বাড়বে ঠান্ডা? আবহাওয়ার বড় আপডেট!
প্রদ্যুৎ দাস: সকাল থেকেই আকাশের মুখ ভার। মেঘলা আকাশ সঙ্গে হিমেল হাওয়া আর কুয়াশা।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সকাল থেকেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে জলপাইগুড়ি জেলা জুড়ে। শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে।
বেলা বাড়লেও সূর্যের দেখা নেই। স্থানীয় বাসিন্দারা বলছেন, এই সময় এমন আবহাওয়ায় আগে দেখা যেত না।
ওদিকে পূর্ব সিকিমের চিন সীমান্ত লাগোয়া নাথুলাতে বুধবার ব্যাপক তুষারপাত হয়। যার জেরে বেড়েছে ঠান্ডাও।
তুষারপাতের জেরে জলপাইগুড়ি সহ উত্তরের পাহাড় সংলগ্ন জেলাগুলিতে ঠান্ডার প্রকোপ অনেকটাই বাড়বে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।