ফাস্ট বোলার হিসেবে টেস্টে প্রথম ৬০০ উইকেটের মালিক অ্যান্ডারসন
সাউদাম্পটনে পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় টেস্টের পঞ্চম দিনে আজহার আলিকে আউট করতেই ইতিহাসে নাম লিখে ফেললেন জেমস অ্যান্ডারসন।
টেস্ট ক্রিকেটে ৬০০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করলেন ব্রিটিশ পেসার অ্যান্ডারসন।
১৫৬ টেস্টে ২১৮ ইনিংস লাগল অ্যান্ডারসনের ৬০০ উইকেটের এলিট ক্লাবে নাম লেখাতে।
টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি প্রথম তিনজনই স্পিনার। শ্রীলঙ্কার মুথাইয়া মুরলিধরন (৮০০), অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন (৭০৮) এবং ভারতের অনিল কুম্বলে (৬১৯)।
পেসার হিসেবে প্রথম ৬০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন ৩৮ বছর বয়সী জেমস অ্যান্ডারসন।