EXPLAINED | Boxing Day Test: বক্সিং ডে-তে কনস্টাসের বিধ্বংসী `পাঞ্চ`! সংকটজনক ভারতকে স্থিতিশীল করলেন বুমরা...
চলতি বর্ডার-গাভাসকর ট্রফির পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের ফল এখন ১-১। বৃষ্টিবিঘ্নিত ব্রিসবেনে ইন্দো-অজি তৃতীয় টেস্ট ড্র হয়েছে। ২৬ ডিসেম্বর থেকে শুরু হল চতুর্থ টেস্ট। অর্থাত্ বক্সিং ডে টেস্ট, মেলবোর্নে যে টেস্টকে অনেকেই বলেছেন, বছরের সেরা টেস্ট হতে চলেছে। বক্সিং ডে টেস্টের প্রথম দিনের খেলা হয়ে গেল। স্টাম্পসের পর বলা যেতে পারে ভারত সাময়িক ভাবে স্থিতিশীল।
টস জিতে প্যাট কামিন্স ব্যাট করার সিদ্ধান্ত নেন। ওপেন করতে নেমেছিলেন ১৯ বছরের স্যাম কনস্টাস ও উসমান খোয়াজা। সব লাইমলাইট শুরতেই কেড়ে নিলেন অভিষেককারী টিনেজার কনস্টাস। তাঁর আত্মবিশ্বাস দেখে বাইশ গজের মাথা ঘুরে গিয়েছে। খোয়াজাকে সঙ্গে নিয়ে প্রথম উইকেটে অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে জুড়ে দিলেন ৮৯ রান। জীবনের প্রথম টেস্টে ৬৫ বলে ৬০ রানের ঝকঝকে মারকাটারি ইনিংস খেললেন। জসপ্রীত বুমরার মতো বোলারকে যিনি ল্য়াপ-স্কুপ, রিভার্স ল্য়াপ মারলেন বলে বলে। দেখে মনে হচ্ছিল জীবনের প্রথম টেস্ট নয়, কম করে তাঁর ১০-২০টি টেস্ট খেলা হয়ে গিয়েছে। কনস্টাস তাঁর দুরন্ত ইনিংস সাজালেন ৬টি চার ও ২টি ছয়ে। ব্যাট করলেন ৯২.৩০-র স্ট্রাইকরেটে।
কনস্টাসের বিধ্বংসী 'পাঞ্চ'-এ শুরুতেই ভারত যেন থতমত খেয়ে গিয়েছিল। একা কনস্টাসে রক্ষে ছিল না। খোয়াজা (৫৭), মার্নাস লাবুশানেও (৭২) ঠিক করে নিয়েছিলেন যে, কিছু করে দেখাবেনই। তবে ভারতকে বিরাট স্বস্তি দিয়েছে ট্রাভিস হেডের রান না পাওয়া, কারণ পাঁচে নেমে তিনি ধ্বংসলীলা করেন, রীতিমতো আতঙ্ক হয়ে গিয়েছেন হেড, তাঁকেই বুমরা ক্লিন বোল্ড করে দিয়ে ফেরালেন শূন্য় রানে। সাতে নেমে উইকেটরক্ষক-ব্যাটার অ্য়ালেক্স ক্য়ারে ৪১ বলে ৩১ রান করে যান। দিনের শেষে ক্রিজে আছেন এই প্রজন্মের অন্য়তম সেরা ব্যাটার স্টিভ স্মিথ (৬৮), তাঁকে সঙ্গ দিচ্ছেন কামিন্স (৮)। অজিরা ৬ উইকেট হারিয়ে ৩১১ রান তুলেছে।
ভারতের পেস আক্রমণে সবেধন নীলমণি সেই জসপ্রীত বুমরাই, নতুন করে এই বিষয়ে আর বলার প্রয়োজন নেই, তাঁর পেস বিভাগে মহম্মদ সিরাজ, আকাশ দীপ আছেন বটে, তবে কেউই ধারে ও ভারে বুমরার ধারে কাছে নন, শুরুতে সংকটজনক অবস্থায় চলে যাওয়া ভারতকে স্থিতিশীল করলেন সেই বুমরাই। একাই তুলে নিয়েছেন ৩ উইকেট। হেডের মুণ্ডচ্ছেদ করা ছাড়াও তাঁর শিকার হয়েছেন খোয়াজা ও মিচেল মার্শ। এক উইকেট নিয়েছেন আকাশ দীপ। বাকি দুই উইকেট পেয়েছেন দুই স্পিনার-নীতীশ কুমার রেড্ডি ও ওয়াশিংটন সুন্দর, দলের তৃতীয় স্পিনার রবীন্দ্র জাদেজা নিয়েছেন এক উইকেট, অশ্বিন অবসরে যাওয়ায় এখন তাঁর জায়গায় ভারতীয় দল ওয়াশিংটনকেই তুলে ধরেছে।
বুমরার হতযশে মেলবোর্নে ভারতের মিনি কামব্যাক হয়েছে বটে। কিন্তু দিল্লি এখনও বহুদূর, ভুললে চলবে না ক্রিজে স্মিথ আছেন, অজি অধিনায়ক কামিন্সও ব্যাটিংটা ভালোই জানেন। আগামিকাল এই দুই ব্যাটারকে দ্রুত ফেরাতেই হবে। তবে কিছুটা হলে স্বস্তি পাবে ভারত। কারণ অস্ট্রেলিয়ার ক্ষমতা রয়েছে এই রানকে ৫০০-র ঘরে নিয়ে যাওয়ার। এখনও ব্যাট করা বাকি আছে মিচেল স্টার্ক, ন্য়াথাল লিয়ঁ ও স্কট বোল্য়ান্ডের।