`জয় বাংলা` প্রকল্পে সবার জন্য ১০০০ টাকা পেনশন, ঘোষণা মুখ্যমন্ত্রীর
কমলিকা সেনগুপ্ত : এবার থেকে সবার জন্য পেনশন। প্রকল্পের নাম 'জয় বাংলা'। কালিয়াগঞ্জের সভা থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এবার থেকে যে কোনও জাত বা ধর্মের মানুষ যার পেনশন নেই, সে-ই এবার থেকে ১০০০ টাকা করে পেনশন পাবে।
এই প্রকল্পের আওতায়, যে সব মানুষ বিভিন্ন ক্ষেত্রে এতদিন ৬০০ টাকা পেতেন, তাঁরা এখন ১০০০ টাকা করে পাবেন।
গোটা বিষয়টি এক ছাদের তলায় আনা হল আজ। সামগ্রিক বিষয়টি দেখবেন মুখ্যসচিব।
পাশাপাশি, এদিন কাটমানি রুখতে কর্মসাথী অ্যাপ আনার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। জানান, ব্যবসায় উৎসাহ দিতে কর্মসাথী প্রকল্পে ১ লাখ বেকারকে ২ লাখ টাকা করে সাহায্য দেবে সরকার।