Jaya Ahsan: রাজা রবি বর্মার শিল্পকর্মের প্রেরণায় ফটোশ্যুট জয়ার, তুমুল কটাক্ষের মুখে অভিনেত্রী...

Fri, 20 Dec 2024-11:21 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুক্রবার সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন জয়া আহসান। 

কিছুদিন আগে জামদানি শাড়িতে ভিন্ন লুকে হাজির হয়ে সমালোচনার মুখে পড়েছিলেন। 

সেই রেশ কাটার আগেই নতুন লুকে হাজির হয়ে উষ্ণতা ছড়াচ্ছেন জয়া। 

ছবিগুলো শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, পুরোনো চিত্রকর্ম এই সময়ের ধাঁচে ফুটিয়ে তুলেছেন তিনি। তবে যার চিত্রকর্ম থেকে অনুপ্রেরণা পেয়েছেন তিনি বিখ্যাত ভারতীয় চিত্রকর রাজা রবি বর্মা।

ভারতীয় ইতিহাসের নানাক্ষেত্রে বিচরণের জন্য রাজা রবিবর্মাকে দেশের অন্যতম শ্রেষ্ঠ চিত্রশিল্পী বলা হয়। 

ভারতীয় ইতিহাস ধরে রেখে তিনি ইউরোপীয় ধাঁচে চিত্র এঁকে ভারতীয় চিত্রশিল্প জগতে এক অভূতপূর্ব পরিবর্তন এনেছিলেন। জয়ার ছবিতেও আছে সেই ধাঁচ।

শাড়ির সঙ্গে মিলিয়ে কারুকার্যময় ব্লাউজ পরেছেন জয়া। হাতে চুড়ি, গলায় নেকলেস, নাকের নোলকও বিশেষভাবে নজর কেড়েছে। 

শাড়ি পরার মর্ডান স্টাইল জয়ার আবেদনময়ী লুকে ভিন্ন মাত্রা যোগ করেছে।

নেটিজেনদের কেউ কেউ তার লুক ও রূপের প্রশংসা করছেন। অনেকে এসব ছবিকে ‘শৈল্পিক’ বলছেন। 

কিন্তু নেটিজেনদের বড় একটি অংশ আক্রমণ করে মন্তব্য করেছেন। কেউ লেখেন, 'এগুলো দেখার পর আমার আর ঠান্ডা লাগছে না। ভালোই হইছে শীতের কাপড় আর কিনা লাগবে না'। কেউ আবার লিখেছেন, “আপনি তো মার্জিত থেকেও অনেক নাম করেছেন জয়া আপু। এখন এই বয়সে এসে এমন করছেন কেন? একটু থামেন এইবার প্লিজ।”

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link