Murti: সামনে এল জয়দীপ রাউতের আগামী ছবি `মূর্তি`র পোস্টার...
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: জয়দীপ রাউতের পরের ছবি 'মূর্তি'র পোস্টার রিলিজ হল শহরের এক অভিজাত ক্লাবে। উপস্থিত ছিলেন এই ছবির অভিনেতা অভিনেত্রী।
জয়দীপের এই ছবিতে যিনি মূল চরিত্রে অভিনয় করেছেন সেই রাজলক্ষ্মী থেকে শুরু করে অনিকেত, নন্দলাল অর্ণব, রঞ্জিতা সবারই এটিই প্রথম ছবি।
ছবিটি বিভিন্ন ফেস্টিভ্যাল ঘুরে তারপর ওটিটি প্লার্টফর্মে মুক্তি পাবে।
এর আগে জয়দীপের অধিকাংশ ছবিই বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যাল থেকে অনেক পুরস্কার জিতেছে।
এই ছবি নিয়েও ছবির সঙ্গে যুক্ত সকলেই খুব আশাবাদী।ছবিটি বিভিন্ন চলচ্চিত্র উৎসব ঘুরে তারপর ওটিটি প্লার্টফর্মে মুক্তি পাবে।