ত্রিকোণ প্রেমের টানাপোড়েনে কী হবে প্রিয়ম-ঝিলমের জীবনে! আসছে জি বাংলার নতুন ধারাবাহিক `জীবনসাথী`
আসছে 'জীবনসাথী'। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে জি বাংলার এই নতুন ধারাবাহিক
সোমবার থেকে শনিবার রাত ৮টায় সম্প্রচারিত হবে নতুন এই ধারাবাহিক
যেখানে দুই বোনের জীবনের গল্পকে তুলে ধরা হবে। কী হবে শেষ পর্যন্ত প্রিয়ম-ঝিলমের জীবনে, তা জানতে হলে আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা করতে হবে
সফল আইপিএস অফিসের তুর্ণ কি নিজের জীবনে প্রিয়মকে মেনে নেবেন! নাকি ঝিলমের প্রতি ভালবাসা তুর্ণকে প্রিয়মের কাছ থেকে আরও দূরে ঠেলে দেবে!
নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে শেষ পর্যন্ত জীবনে জয়ী হতে পারবেন প্রিয়ম! এসব জানতে হলে অপেক্ষা করতে হবে ৫ অক্টোবর পর্যন্ত
প্রসঙ্গত, জীবনসাথীতে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রাণী দত্তকে। প্রিয়মের শাশুড়ি মা সালঙ্কারার ভূমিকায় দেখা যাবে তাঁকে