Photos: মায়ের কোলে ৬ মাসের জেহ, সপরিবারে মলদ্বীপে সইফ-করিনা, দেখুন ছবিতে
নিজস্ব প্রতিবেদন: দেখতে দেখতে ৬ মাস বয়স হয়ে গেল সইফ-করিনার ছোট ছেলে জাহাঙ্গিরের। জেহকে নিয়ে মলদ্বীপে ছুটি কাটাচ্ছেন করিনা ও সইফ। সঙ্গে রয়েছে তৈমুরও। মলদ্বীপ বরাবরই প্রিয় গন্তব্য সইফ-করিনার। এবার সইফের জন্মদিন সেলিব্রেশনের জন্য বেছে নিয়েছেন এই দ্বীপ রাষ্ট্রকে।
বলিউডের অন্যতম চর্চিত জুটি সইফিনা। তাঁদের সুখী দাম্পত্য নিয়ে নতুন কিছু বলার নেই। আর এখন তো দম্পতির দুই সন্তান। সদ্য দ্বিতীয় পুত্র জাহাঙ্গিরের জন্ম দিয়েছেন করিনা।
সইফ ও করিনার সঙ্গে অতীতে মলদ্বীপে গিয়েছে খেমু পরিবারও।
পুত্র তৈমুরকে নিয়ে সমুদ্রসৈকতে সইফ। এই ছবিটা অবশ্য পুরনো।
ঘুরতে গেলে খাওয়া-দাওয়া না করলে হয়! আর নবাবিয়ানার ব্যাপারই আলাদা।
লাল বিকিনিতে করিনা। সমুদ্রের ধারে তৈমুরের সঙ্গে খেলছেন সইফ।
একান্তে সইফ-করিনা। দেখছেন সমুদ্রের দিকে।
৬ মাসে পড়ল জেহ। তাঁকে কোলে নিয়ে স্নেহের পরশ মা করিনার। মলদ্বীপ সফরে খান পরিবারের নতুন সঙ্গী সে।
নিজের বইয়ে করিনা লিখেছেন, তৈমুর দেখতে অনেকটা সইফের মতো। স্বভাব চঞ্চল। জেহ ঠিক উল্টো। সে মায়ের মতো দেখতে। শান্ত প্রকৃতির।
সুখী পরিবার। জেহ-তৈমুরের সঙ্গে করিনা ও সইফ।