এক ওভারে পাঁচটা ছক্কা, কিউয়ি ব্যাটসম্যানকে আইপিএলে খেলানোর গণ-আবেদন
মাত্র ৪৫ লাখ টাকা বেস প্রাইজ ছিল তাঁর। তবুও নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশামকে নেওয়ার জন্য আগ্রহ দেখায়নি।
সেই নিশাম কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্দান্ত ইনিংস খেললেন। এক ওভারে পাঁচটা ওভার বাউন্ডারি মারলেন তিনি। ১৩ বলে ৪৭ রান করলেন।
ম্যাচের ৪৯তম ওভারে থিসারা পেরেরাকে পাঁচটা ছক্কা হাঁকালেন তিনি। সর্বোচ্চ স্ট্রাইক রেট এর বিচারে বিশ্বরেকর্ড গড়লেন। এর আগে এই রেকর্ড ছিল এবি ডিভিলিয়ার্সের দখলে।
এত ভাল পারফরম্যান্স করলেন নিশাম। কিন্তু আইপিএল নিলামের পরে। এটাই আক্ষেপ ক্রিকেট সমর্থকদের। তাঁরা মনে করেন, নিশাম এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের অন্যতম মারকুটে ব্যাটসম্যান। তাই নিশামের আইপিএল না খেলাটা সত্যিই দুর্ভাগ্যজনক।
নিশাম শুধু মারকুটে মারকুটে ব্যাটসম্যানই নয়। তিনি ভাল বোলার এবং ফিল্ডারও। অর্থাত্ তাঁকে অলরাউন্ডার হিসাবে ধরা যেতে পারে। এমন ক্রিকেটার কি না আইপিএলে নেই!
নিশামকে আইপিএলে নেওয়ার ব্যাপারে গণ-দাবি জানালেন সমর্থকরা। টুইটারে নিশামের জন্য প্রশংসার বন্যা বয়ে গেল।
@JimmyNeesh 'Neesham has been outstanding after his comeback', If he would've been included few days back; with definite cause he'd have been a very big buy in @IPL Auctions. What a player he is, Just a bizzare blockbuster hitter, who fails a very little for @BLACKCAPS. #NZvSL
— Debapriyo Choudhury (@debapriyo_tweet) January 5, 2019C Munro - 87 (Run Out) R Taylor - 90 (Run Out) J Neesham - 64 (Run Out) J Neesham - He is in form of his life, one of the biggest power hitter in current era He can bowl & can field too Surely deserve an IPL contact #NZvSL
— Msd's Pradip (@PradipMsd7) January 5, 2019Neesham on song. Improved his batting miles compared to his last outing in blackcaps shirt. Bit late for IPL?
— Vasanth Kumar (@gully_point) January 5, 2019That’s not even close to what I said. https://t.co/GjOraFgKMc
— Jimmy Neesham (@JimmyNeesh) January 2, 2019