Jio OTT Plans: মাত্র ১৭৫ টাকায় ১১ OTT প্লাটফর্ম, বিপুল ডেটা, চোখ বুলিয়ে নিন এই প্ল্যানে

Tue, 24 Dec 2024-2:15 pm,

এখন ওটিটির যুগ। ওটিটি প্লাটফর্মে যারা সিনেমা বা ওয়েব সিরিজ দেখেন তাদের জন্য জিও এনেছে আকর্ষনীয় এই প্ল্যান। শুধু ওটটি-ই শুধু নয়, মিলবে ডেটাও।

জিও-র এই প্ল্যানের জন্য দিতে হবে ১৭৫ টাকা। পরিষেবা পাবেন ১১ ওটিট প্লাটফর্ম, ২৮ দিন। এর সঙ্গে মিলবে ১০ জিবি ডেটা।

সোনি লিভ,  জি ৫, জিও সিনেমা প্রিমিয়াম, লায়নসগেট প্লে, ডিসকভারি প্লাস, সান নেক্সড, কাঁচা লঙ্কা, প্ল্যানেট মারাঠি, চৌপাল, হইচই, জিও টিভি।

এই প্ল্যানে মাই জিও অ্যাপ থেকে জিও সিনেমা প্রিমিয়াম থেকে অফরন্ত সিনেমা দেখতে পাবেন।

 

এই প্ল্যান নিলে শুধু লাইভ টিভিই নয়, দেখা যাবে সিনেমা, ওয়েব সিরিজ। ফলে অফুরন্ত বিনোদনের ভান্ডার জিওর এই প্ল্য়ান।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link