জিও ফোনে এবার মিলবে হোয়াটসঅ্যাপ
জিও ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। খুব তাড়াতাড়ি থেকে জিও ফোনেও ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ। KaiOS চালিত জিও ফোনে খুব তাড়াতাড়ি আসতে চলেছে হোয়াটসঅ্যাপ।
গত বছর ভারতের বাজারে সব থেকে সস্তা 4G ফোন জিও ফোন লঞ্চ করে রিলায়েন্স জিও।
জিওফোনের জন্য প্রাথমিকভাবে ১৫০০ টাকা মেটাতে হলেও ৩ বছর পর সেই টাকা ফেরতযোগ্য বলে জানায় সংস্থা। ফলে কার্যত বিনামূল্যেই ফোন পাচ্ছিলেন গ্রাহকরা।
আকারে ছোট হলেও জিওফোনে রয়েছে নানা কাজের ফিচার। রয়েছে লাইভ টিভি ও চ্যাট মেসেঞ্জার। ফলে চাহিদাও ছিল তুঙ্গে।
কিন্তু বেশ কিছু দরকারি ফিচার বাদও গিয়েছে এই ফোনে। যেমন ওয়াইফাই টেথারিংয়ের সুবিধা নেই এই ফোনে। নেই টিভি কাস্টের ব্যবস্থা। সঙ্গে এই ফোনে ব্যবহার করা যায় না হোয়াটসঅ্যাপও। যা নিরাশ করেছে অনেককেই।
বলে রাখি, জিও ফোন চলে KaiOS অপারেটিং সিস্টেমে। ওপেন সোর্স লাইনাক্স চালিত এই অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয় সস্তা ফোন ও অন্যান্য ডিভাইসে। সংস্থার তরফে জানানো হয়েছে, তাঁদের অপারেটিং সিস্টেমের জন্য হোয়াটসঅ্যাপের ভার্সন ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে।
তবে কবে থেকে জিও ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে বা তাতে কী কী ফিটার তা তা খোলসা করেনি সংস্থাটি।