Netflix, Prime Video এবং Hotstar-র ফ্রি সাবসক্রিপশন, Airtel-Vodafone কে টেক্কা দিল Jio
নিজস্ব প্রতিবেদন: Jio, Airtel এবং Vodafone, কোন টেলিকম নেটওয়ার্কে ৫০০ টাকার মধ্যে মিলছে Netflix, Prime Video এবং Hotstar-র ফ্রি সাবসক্রিপসন?
Reliance Jio ৩৯৯ টাকার পোস্টপেইড প্ল্যানে পেয়ে যাবেন ৭৫GB ইন্টারনেট। থাকছে রোলওভার ফেসিলিটি। যাতে আপনি পেয়ে যাবেন ২০০ GB পর্যন্ত ইন্টারনেট পরিষেবা। ১০০ টি ফ্রি এসএমএস। জিও অ্যাপের যাবতীয় প্ল্যান ব্যবহার করতে পারবেন। সঙ্গে এক বছরের জন্য Netflix, Amazon Prime, এবং Disney+ Hotstar VIP প্ল্যান সম্পূর্ণ ফ্রি।
Airtel ৩৯৯ টাকার পোস্টপেইড প্ল্যানে এইরকম কোনও সুবিধা নেই। ভোডাফোনেও একই। তবে Airtel এ ৪৯৯ টাকার রিচার্জ করলে ৭৫ GB ইন্টারনেট পাবেন। ১০০ টি এসএমএস। Amazon Prime Video এবং Disney+ Hotstar VIP এক বছরের জন্য সম্পূর্ণ ফ্রি।
Vi (Vodafone) ৩৯৯ টাকায় দিচ্ছে ৪০ GB ইন্টারনেট। ১০০ টি এসএমএস। আনলিমিটেড কলিং সুবিধা। Vi Movies & TV apps ব্যবহার করতে পারবেন।
Vi (Vodafone) ৪৯৯ টাকায় ৭৫ GB ইন্টারনেট পাবেন। ১০০ এসএমএস ও কলিং সুবিধা রয়েছে। তবে এখানে Disney+ Hotstar VIP ও Netflix এর বদলে দেখতে পাবেন, Amazon Prime Video, এবং ZEE5, Vi Movies & TV apps।