মাত্র ৯৯৯ টাকায় মিলছে জিও ফোর জি হটস্পট

Wed, 21 Mar 2018-8:52 pm,

জিও পরিবারে নতুন সদস্য। দ্রুততর ইন্টারনেটের লক্ষ্যে নতুন ওয়াইফাই ডিভাইস আনল মুকেশ অম্বানির সংস্থা।

ফোর জি স্মার্ট নেই, অথচ ফোর জি পরিষেবা ব্যবহার করতে চান। সেই সব গ্রাহকদের জন্যই সস্তায় ওয়াইফাই হটস্পট ডিভাইস আনল জিও। টু জি-ফোর জি স্মার্টফোনে এবার ফোর জি-র স্পিড মিলবে।     

জিওওফাই ফোর জি এলটিই হটস্পট ডিভাইসটি ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে। দাম মাত্র ৯৯৯টাকা।

১৫০ পর্যন্ত এমবিপিএস ডাউনলোড স্পিড ও ৫০ এমবিপিএস পর্যন্ত আপলোড স্পিড মিলবে এই ডিভাইসে। 

জিওফাই ডিম্বাকৃতি আকারের ছিল। তবে এই নতুন ডিভাইসটি গোলাকার। ব্যাটারি, ফোর জি ও ওয়াইফাইয়ের নোটিফিকেশন আলো রয়েছে। ডিজাইন করা হয়েছে ভারতেই।  

এই ডিভাইসের মাধ্যমে একসঙ্গে যুক্ত হতে পারবেন ৩২ জন ব্যবহারকারী। এর মধ্যে ৩১ জন ওয়াইফাই এবং ১ জন ইউএসবির মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। 

স্মার্টফোনে জিও অ্যাপের মাধ্যমে ফোর জি ভয়েস এবং ভিডিও কল করতে পারবেন ব্যবহারকারীরা। 

রয়েছে মাইক্রো এসডি কার্ডও। ৬৪ জিবি পর্যন্ত মেমারি। 

 

৩০০০ এমএএইচ ব্যাটারি থাকায় চার্জ থাকবে সাড়ে তিন ঘণ্টা।

জিওফাইতে ১৯৯৯ টাকায় রিচার্জ করালে বিনামূল্যে ডেটা ও ৩৫৯৫ টাকা মূল্যের ভাউচার পাবেন গ্রাহকরা।   

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link