Kali Puja 2023: একশো দিনের কাজের টাকা-কাজ দাও মা, শুভেন্দুগড়ে হঠাত্কালীর মণ্ডপ তৈরি করলেন শ্রমিকরা

Sun, 12 Nov 2023-2:31 pm,

পশ্চিমবঙ্গের আবাস যোজনা এবং একশো দিনের টাকা আটকে দেওয়া নিয়ে রাজ্যের শাসকদলের মুখে বারে বারে উঠে এসেছে কেন্দ্রের বঞ্চনার কথা। সেই পাওনা টাকাকেই এবার কালীপুজোর থিম হিসেবে বেছে নিয়েছে কাঁথির এক পুজো কমিটি। -তথ্য ও ছবি-কিরণ মান্না

শুভেন্দু অধিকারীর গড় হিসেবে পরিচিত পূর্ব মেদিনীপুরের কাঁথি শহরে এমন থিম বেছে নিয়েছে প্রখ্যাত হঠাৎকালী মায়ের ভক্তরা। কাঁথি আউটডোর মোড়ে এবার  শ্যামাপুজোর থিম ‘ নির্মাণ’। ১০০ দিনের প্রকল্পের শ্রমিকরা এখানে হঠাৎ কালী মায়ের মন্দির নির্মাণ করছেন। সেই সঙ্গে কালীমায়ের কাছে প্রার্থনা করছেন , খুব শীঘ্রই যেন তাদের আটকে থাকা প্রকল্পের টাকা চলে আসে। সবসময় যেন কাজ জোটে। -তথ্য ও ছবি-কিরণ মান্না

হঠাৎকালীর এই পুজো এবার সাত বছরে পা দিয়েছে। এখানে মন্ডপ পরিকল্পনায় রয়েছেন প্রখ্যাত শিল্পী সুতনু মাইতি। শিল্পীর পরিকল্পনায় মণ্ডপ নির্মাণের কাজ করেছেন যবকার্ডধারী একশ দিনের শ্রমিকরা। সাত বছর ধরে দুই হাতের মা হঠাৎকালী মূর্তি এখানে আদিবাসী রমণী রূপে পুজিত হতেন। -তথ্য ও ছবি-কিরণ মান্না

এবার মা হঠাৎকালী নতুন রূপে আসছেন বলে জানালেন ভক্তরা। ভক্তি ভরে  সারারাত নিষ্ঠার সঙ্গে হঠাৎকালী মায়ের আরাধনা এখানকার অন্যতম বৈশিষ্ট্য। পুজোর দিন মায়ের কাছে মাছ ভোগ নিবেদন করেন ভক্তরা। বহু মহিলা ও পুরুষরা পুজোর দিন এখানে এসে মানত করেন। -তথ্য ও ছবি-কিরণ মান্না

 

ভক্তদের বিশ্বাস মা এখানে খুব জাগ্রত। তাই যে যা মানত করেন, তাদের মনস্কামনা পূরণ হয়। প্রতি বছর পুজোর পরের দিন, ভক্তদের এখানে বসিয়ে অন্য ভোগ খাওয়ানো হয়। এখানকার পুজোর অন্যতম কর্মকর্তা প্রণব মিশ্র বলেন, মায়ের পুজোয় যাতে কোনো বিঘ্ন না ঘটে, তার জন্য এখানে পুজোর দিনগুলিতে কোনোরকম সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয় না। কোনরকম চাঁদা তোলা হয় না। ভক্তদের প্রণামী দিয়েই মায়ের প্রতিবছর পুজো হয়।” এবার ব্যতিক্রমী থিম ও মন্ডপ শয্যার জন্য এখানকার হঠাৎ কালী মায়ের পুজো রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। এই পুজো মন্ডপের উদ্বোধন করেন  রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। -তথ্য ও ছবি-কিরণ মান্না

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link