মোহনবাগানের ১৯১১ শিল্ড জয়ের নায়ক শিবদাস ভাদুড়ির ভূমিকায় এবার জন আব্রাহাম

Suman Majumder Wed, 28 Nov 2018-5:28 pm,

এগারো। রূপোলি পর্দায় মোহনবাগানের ১৯১১ শিল্ড জয়ের লড়াই বাঙালি আগেই দেখে ফেলেছে। এবার আরও বড় পর্দায় শিল্ড জয়ের লড়াই দেখার পালা। 

১৯১১ সালে ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে হারিয়ে আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান। ফুটবল মাঠে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম লড়াই জিতে নিয়েছিলেন শিবদাস ভাদুড়িরা। সেদিন ২-১ ব্যবধানে জিতেছিল মোহনবাগান। 

মোহনবাগানের সেই লড়াইয়ের গল্প এবার উঠে আসছে বলিউডের সিনেমায়। ছবির প্রযোজনা করছে জন আব্রাহামের প্রোডাকশন জেএ এনটারটেইনমেন্ট, নিখিল আদবানির এমে এনটারটেইনমেন্ট ও ভুষণ কুমারের টি-সিরিজ।

ছবিতে শিবদাস ভাদুড়ির ভূমিকায় অভিনয়র করবেন জন আব্রাহাম। এক বার্তায় জন বলেছেন, ''এই ম্যাচ ভারতের স্বাধীনতা আন্দোলনে বড়সড় প্রভাব রেখেছিল। এবার সেই লড়াইয়ের কাহিনি মানুষের সামনে তুলে ধরা যাবে। আমি মোহনবাগানের ১৯১১-র লড়াই নিয়ে প্রচণ্ড কৌতুহল ও উত্সাহিত বোধ করতাম।''

জনের ফুটবলপ্রীতির কথআ নতুন কিছু নয়। নর্থ-ইস্ট ইউনাইটেডের অন্যতম মালিক জন ইতিমধ্যে ভারতীয় ফুটবল সার্কিটে পা রেখেছেন। 

২০১৯-এর নভেম্বরেই শুটিং শুরু হওয়ার কথা। ২০২০ নাগাদ রিলিজ হবে এই ছবি। জানা গিয়েছে, তিন মাস ধরে সিনেমার শুটিং হবে কলকাতায়। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link