Srabanti: এক ধাক্কায় কমে গেল বয়স! শ্রাবন্তীকে দেখে চেনা দায়!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এক্কেবারে যাকে বলে লুক চেঞ্জ।
লম্বা চুল কেটে একেবারে পাল্টে গেছে নায়িকার চেহারা।
শ্রাবন্তীকে এই নয়া লুক দিলেন টলিউডের জনপ্রিয় হেয়ার স্টাইলিস্ট জলি চন্দা।
শ্রাবন্তীর এই নয়া লুক দেখে তাঁর অনুরাগীরা অনেকেই লিখেছেন, নায়িকাকে একেবারে মায়ার বাঁধন ছবির ছোট্ট শ্রাবন্তী মনে হচ্ছে।
কেউ কেউ আবার সমালোচনাও করেছেন। তবে এ কথায় সবাই স্বীকার করেছেন, শ্রাবন্তীকে দেখে চেনা দায়।