IPL 2019 : অশ্বিন সেদিন ঠিক করেছিলেন? জবাব দিলেন বাটলার
কেউ বলেছেন অশ্বিন নিয়মের মধ্যে থেকে আউট করেছেন। কোনও ভুল নেই তাতে। কেউ আবার স্পিরিট অফ দ্য গেম-এর কথা বলছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই অশ্বিনের সমালোচনা করেছেন। যেভাবে তিনি রাজস্থানের জোস বাটলারকে সেদিন আউট করেছিলেন তা ক্রিকেটীয় নীতির বিরোধী! এমনই মত ছিল অনেকের। তবে সেই ঘটনার পর বাটলারের কোনও বক্তব্য শোনা যায়নি।
সেদিনের মাঁকড়ীয় আউট নিয়ে এবার মুখ খুললেন বাটলার। সেদিন কি অশ্বিন ঠিক করেছিলেন? এই প্রশ্নের উত্তরে বাটলার বললেন, ''ঘটনার আকস্মিকতায় আমি হতভম্ব হয়ে পড়েছিলাম। অশ্বিন যা করেছিল তা হয়তো নিয়ম মেনেই। কিন্তু আমার ব্যাপারটা একেবারেই ভাল লাগেনি।''
বাটলার আরও বলছিলেন, ''অবশ্যই মাঁকড়ীয় আউট নিয়মের মধ্যে থাকতে হবে। না হলে তো কোনও ব্যাটসম্যান ডেলিভারির আগেই পিচের মাঝখানে গিয়ে দাঁড়িয়ে থাকতে পারে। তবে বোলার বল ছাড়ার মুহূর্ত নিয়ে নিয়মে যেটা আছে তা ঘোলাটে।ওই বিষয়টা আরও স্পষ্ট হওয়া উচিত।''
স্পিরিট অফ দ্য গেম প্রসঙ্গে বাটলারের বক্তব্য, ''ক্রিকেটীয় চেতনা একেক জনের কাছএ একেকরকম। ওটা নিয়ে আমার কিছু বলার নেই। তবে একটা টুর্নামেন্টের শুরুতেই যদি কেউ এমনভাবে কাউকে আউট করে তা হলে সেটা খারাপ উদাহরণ হয়ে দাঁড়ায়।''
বাটলার স্বীকার করলেন, পরবর্তী ম্যাচগুলোতে তিনি মাঁকড়ীয় আউট নিয়ে বাড়তি সতর্ক ছিলেন। যার জন্য একটা সময় ব্যাটিংয়ে মনোনিবেশ করতেও তাঁর খুব সমস্যা হচ্ছিল।