Joshimath: টানেলে নৌসেনা নামিয়ে চলছে খোঁজ, উদ্ধার ১০ মৃতদেহ

Sun, 07 Feb 2021-6:32 pm,

নিজস্ব প্রতিবেদন: শনিবার ১০ টা ৫৫ মিনিটে ভাঙে জোশীমঠে নন্দাদেবীর হিমবাহ। সেই রাতেই জারি করা হয়েছিল সতর্কবার্তা। কিন্তু রবিবার সকালে সেই ধস আরও ভয়াবহ আকার নেয়। হিমবাহ ভেঙে পড়ার পর প্রবল তোড়ে জল নেমে আসতে শুরু করে। 

হুড়মুড়িয়ে এগিয়ে আসে বরফ-জল। জলের স্তর ক্রমশ বেড়ে চলে । ১৫০ জনেরও বেশি  ভেসে যাওয়ার আশঙ্কা রয়েছে। যার মধ্যে আপাতত উদ্ধার ১০ মৃতদেহ।  

ITBP তপোবন বাঁধের কাছে টানেলের মধ্যে উদ্ধারকার্য চালাচ্ছে নৌসেনা। ওই টানেলেই ১৬ থেকে ১৭ জনের আটকে থাকার সম্ভাবনা রয়েছে।  ভেসে গিয়ে ওই টানেলের মধ্যে আটকে যেতে পারে বলে মনে করছে উদ্ধারকারী দল। 

ভারতীয় নৌসেনার ৭টি দলকে কাজ করছে। পাশাপাশি উদ্বারকার্যে রয়েছে ITBP ,NDRF, SDRF। 

 জলের দাপটে রেইনি গ্রাম এলাকায় হাউড্রো পাওয়ার প্রোজেক্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।  

 

৪,৫,৬ ফেব্রুয়ারি, তিন দিন ধরে ওই এলাকায় চলছিল বৃষ্টিপাত, সঙ্গে তুষারপাত। তার জেরেই এই ঘটনা বলে মনে করা হচ্ছে। 

প্রধানমন্ত্রী এদিন টুইট করে বলেন,  'উত্তরাখণ্ডের দুর্ভাগ্যজনক পরিস্থিতি অবিরত পর্যবেক্ষণ করছি। গোটা দেশ উত্তরাখণ্ডের পাশে আছে। সকলের নিরাপত্তার জন্য পার্থনা করছি'।

প্রকৃতির রোষে দেবভূমিতে প্রলয়, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিভেন্দ্রা সিং রাওয়াতের সঙ্গে কথা বললেন অমিত শাহ। 

রাহুল গান্ধী টুইট করে বলেন, 'চামোলিতে হিমবাহ ভেঙে যাওয়ার কারণে বন্যার সম্ভাবনা অত্যন্ত মর্মান্তিক। আমার সমবেদনা উত্তরাখণ্ডের জনগণের সঙ্গে রয়েছে। রাজ্য সরকারের উচিত সমস্ত ক্ষতিগ্রস্তকে তাৎক্ষণিক সহায়তা প্রদান করা। কংগ্রেসের সহকর্মীরাও ত্রাণের কাজে হাত দিয়েছেন'।

হাই অ্যালার্ট জারি করা হয়েছে। ধসের জন্য ধৌলিগঙ্গার বাঁধে ভাঙন ধরেছে। জানা গিয়েছে চামোলি হিমবাহে ফাটলের কারণে এই ধস। জোশীমঠের কাছে গ্রামের ক্ষতি হয়েছে। 

গতি কমতেই ক্ষতি পরিমাণ কমে যায়। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link