Vande Bharat Express: বন্দে ভারতে যাত্রা এখন আরও নিরাপদ ও আরামের, যোগ হচ্ছে এইসব ফিচারস
বাংলা থেকে চলছে ৩টি বন্দে ভারত এক্সপ্রেস। ছোটখাটো অভিযোগ ছাড়া অধিকাংশ যাত্রীদের মুখে শোনা যায় এই ট্রেনের সুনামের কথা। ট্রেন সফরের আরাম থেকে শুরু করে খাবার ও গতি, প্রশংসা যাত্রীদের মুখে। এবার বন্দে ভারতে যোগ হচ্ছে আরও ১৫টি ফিচারস। এতে গতি পাশাপাশি সফরের সাচ্ছন্দও বাড়বে।
এবার বন্দে ভারতের সিট হবে বিমানেরপ মতো। সিট হবে আরও হেলানো। ফলে আরও আরাম পাবেন যাত্রীরা। এখন থেকে বন্দে ভারতের ১৬০ কিলোমিটার গতি উঠে যাবে ১৪০ সেকেন্ড। আগে এই সময় ছিল ১৪৫ সেকেন্ড।
কোনও আপাতকালীন পরিস্থিতির জন্য যোগ করা হচ্ছে চারটি ইমার্জেন্সি জানালা। ট্রেন দুর্ঘটনা এড়াতে যোগ হচ্ছে নতুন প্রযুক্তি। একে বলা হচ্ছে কবচ। পরিস্থিতি অনুযায়ী এটি সংয়ক্রিয়ভাবে চালু করে দেবে ব্রেকিং সিস্টেম।
বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্যেও আমা হচ্ছে নতুন প্রযুক্তি। এর ফলে ট্রেনটি ৬৫০ এমএম বন্যা হলেও ট্রেন থামবে না। এয়ারকন্ডিশন ব্যবস্থা আরও উন্নত করা হচ্ছে।
কোচ কন্ট্রোল সিস্টেম, যোগাযোগ, জিপিএস আরও উন্নত করা হচ্ছে।
নতুন বন্দে ভারতে প্লাটফর্মের দিকে থাকবে ৪টি ক্যামেরা। ফায়ার কন্ট্রোল সিস্টেম ও স্মোক অ্যালার্ম ব্যবস্থা আরও উন্নত করা হচ্ছে। ড্রাইভার-গার্ড যোগাযোগ ব্যবস্থায় আসছে ভয়েস রেকর্ডিং ব্যবস্থা।