মিস ইন্ডিয়ায় অংশগ্রহণ, সেখান থেকে কীভাবে আজ কেন্দ্রীয়মন্ত্রী হলেন Smriti Irani? জেনে নিন
নিজস্ব প্রতিবেদন: মডেলিংয়ে শুরু হয়েছিল কেরিয়ার। তারপর অভিনেত্রী। আর এখন তিনি কেন্দ্রীয়মন্ত্রী। স্মৃতি ইরানির (Smriti Irani) জীবন যেন রূপকথার কাহিনি। আজ তাঁর ৪৫ তম জন্মদিন।
মা বাঙালি। নাম শিবানি বাগচি। বাবা পঞ্জাবি-মরাঠি অজয় কুমার মলহোত্রা। ৩ সন্তানের মধ্যে বড় স্মৃতি (Smriti Irani)।
২০০০ সালে পারসি জুবিন ইরানিকে বিয়ে করেন স্মৃতি (Smriti Irani)। দম্পতির দুই ছেলে-মেয়ে। ছেলে জোহর, মেয়ের নাম জোইশ। তাঁর স্বামীর প্রথম পক্ষের মেয়ের নাম শ্যানেল।
১৯৯৮ সালে মিস ইন্ডিয়ায় অংশ নিয়েছিলেন স্মৃতি ইরানি। তবে সেরা ৯ পর্যন্ত পৌঁছতে পারেননি। ওই বছরেই মিকা সিংয়ের 'শাবন মে লক গয়ি আঁগ' অ্যালবামে 'বোলিয়াঁ' গানে অভিনয় করেন স্মৃতি।
২০০০ সালে স্মৃতির (Smriti Irani) কেরিয়ার মোড় নেয়। একতা কাপুরের 'কিউকিঁ সাস ভি কভি বহু থি' (Kyunki Saas Bhi Kabhi Bahu Thi) সিরিয়ালে অভিনয়ের সুযোগ পান তিনি। তার আগে 'আতিস' ও 'হম হ্যায় কাাল আজ ঔর কাল' সিরিয়ালে অভিনয় করেছিলেন। পরপর সেরা অভিনেত্রী হিসেবে পাঁচ বছর ইন্ডিয়ান টেলিভিশন অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জিতেছেন স্মৃতি ইরানি। চারবার জিতেছিলেন ইন্ডিয়ান টেলি অ্যাওয়ার্ড।
২০০৩ সালে রাজনীতিতে আসেন স্মৃতি ইরানি (Smriti Irani)। যোগ দেন বিজেপিতে (BJP)। ২০০৪ সালে মহারাষ্ট্রে বিজেপির যুব শাখার সহ-সভাপতি হন। ২০১২ সালে বিজেপির সহ-সভাপতি।
২০১৪ সালে অমেঠিতে রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিরুদ্ধে দাঁড়িয়ে হেরেছিলেন স্মৃতি (Smriti Irani)। তবে ৫ বছর পর, ২০১৯ সালে ওই কেন্দ্রেই রাহুলকে হারান। মোদী (Modi) জমানার শুরুতে তাঁকে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছিল। বর্তমানে বস্ত্র এবং মহিলা ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী স্মৃতি।
সাফল্যের মধ্যে বিতর্কও রয়েছে। তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে উঠেছিল প্রশ্ন। ২০১৯ সালে নির্বাচনী হলফনামায় স্মৃতি (Smriti Irani) জানিয়েছেন, দিল্লির বিশ্ববিদ্যালয়ের ওপেন লার্নিংয়ে স্নাতকে বাণিজ্য শাখায় ভর্তি হয়েছিলেন। তবে ৩ বছরের পাঠক্রম শেষ করেননি।